স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় বাজার এলাকায় পরপর ১২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ভোরবেলায় এক ব্যক্তি দোকান খুলতে এসে দেখেন তার দোকানের দরজা ভাঙা এবং দোকানের ভিতরে ছড়িয়ে রয়েছে সমস্ত জিনিসপত্র। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন অন্যান্য দোকানদারদের। তারা এসে দেখেন কারও দোকানের তালা ভাঙা তো কোথাও দোকানের ছাদ কেটে নগদ টাকা-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।
advertisement
ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা রাতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবিলম্বে ঘটনার কিনারা করার দাবী জানিয়েছেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেখ জামাল উদ্দিন (ব্যবসায়ী) জানান, ভোরবেলার চারটের সময় দোকান খুলতে এসে তিনি দেখেন তার দোকানের দরজা সাবল দিয়ে ভাঙা এবং ভিতরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দোকানের ভিতর ঢুকে দেখেন দোকানে ক্যাশ বাক্সে থাকা টাকা হাওয়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সজল সামন্ত (আলু গোডাউনর ক্যাশিয়ার) জানান, সকালে দোকান মালিক ফোন করে জানালে দোকানে এসে দেখি চুরি হয়েছে। সম্ভবত দোকানের তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু তালা না ভাঙায় এসবেস্টারের ছাদ ভেঙে দোকানে ঢুকেছিল চোরেরা। আলমারি ভেঙে নগদ ৬৮ হাজার টাকা-সহ বেশ কিছু খুচরো টাকা এবং বেশ কিছু বন্ড চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। আমরা চাই এই ঘটনার সুরাহা হোক। পুলিশ তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তি দিক।