TRENDING:

বাসন্তীতে এটিএম ভেঙে প্রায় ১৩ লক্ষ টাকা লুট

Last Updated:

ব্যাঙ্কের এটিএম লুটের পাশাপাশি ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা-সহ অন্যান্য জিনিষপত্র ভাঙচুর করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাসন্তী: একটি রাস্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে লুট হল প্রায় ১৩ লক্ষের বেশি টাকা। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের নতুনহাট এলাকায়। এটিএম লুটের পাশাপাশি ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা-সহ অন্যান্য জিনিষপত্র ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
advertisement

বুধবার সকালে এলাকার মানুষজন দেখেন জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত ভবনের নীচে অবস্থিত কানাড়া ব্যাঙ্কের গ্রিলের তালা ভাঙা। ভিতরে উঁকি দিয়ে দেখা যায় ব্যাঙ্কের বারান্দায় থাকা এটিএম মেশিনটিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ব্যাঙ্কের ভিতরের আলমারি ভাঙা ও নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরেই স্থানীয় মানুষজন বাসন্তী থানায় খবর দেয়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাসন্তীতে এটিএম ভেঙে প্রায় ১৩ লক্ষ টাকা লুট