এদিন মাধবডিহি থানার পুলিশ আধিকারিকরা মাইকিং করে পথ নিরাপত্তার বিষয়গুলি তুলে ধরেন। মদ্যপান করে গাড়ি না চালানো, হেলমেট পরে গাড়ি চালানো সহ আরও একাধিক বিষয় নিয়ে মাইকিং করে পুলিশ। কর্মীরা সচেতন করে আরও বলেন, চারচাকা নিয়ে যারা বেরিয়েছেন তারা যেন সিট বেল্ট ব্যবহার করেন। এরকম একাধিক বিষয় তুলে ধরেন সাধারণ মানুষের সামনে।
advertisement
বর্তমানে উৎসবের মেজাজের মেতে রয়েছে সকলেই। বর্ষবরণের এই সময়টা রাস্তাঘাটে বাইকের রেষারেষি লেগেই থাকে। তবে যাতে কোনও ভাবে দূর্ঘটনা না ঘটে তার জন্যই পুলিশের পক্ষ থেকে এই সচেতনতার অভিযান চালানো হয়। প্রতিনিয়তই চালানো হচ্ছে এই সচেতনতার অভিযান। তাতে বাইক নিয়ে রেষারেষি করার প্রবণতা অনেকটাই কমেছে বলে মনে করছেন অনেকেই। কমেছে দুর্ঘটনার পরিমাণও। পথ নিরাপত্তা নিয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পথ চলতি মানুষজন।
Malobika Biswas