এদিকে ওয়ার্ডের ভেতর রাস্তার একাংশ ধসে পড়ায় ভয় ধরেছে আমজনতার মধ্যে। বাসিন্দারা পুরসভার কাছে আবেদন জানিয়েছেন যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যেদিন ধস নামতে শুরু করে সেইদিন রাতেই স্কুটিতে করে এক মহিলা যাচ্ছিলেন। তিনি রাস্তার ধসের কবলে পড়েন। স্কুটির চাকা ধসের মধ্যে আটকে যায়। ওই মহিলা গাড়ি থেকে ছিটকে পড়েন। স্থানীয় মানুষরা ছুটে এসে মহিলাকে সাহায্য করেন। এলাকার মানুষের বক্তব্য, দ্রুত ধস মেরামত না করলে আগামী দিনে আরও এমন দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
আরও পড়ুন: প্রোমোটিংয়ের জন্য খেলার মাঠের উপর দিয়ে রাস্তা! কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা
এদিকে ধস নামা জায়গায় সিপিএমের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বিপদ চিহ্নিত করতে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, পুরসভার উদাসীনতার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি ধস নামার পর পুরসভার পক্ষ থেকে সময় মত জায়গাটি ঘিরে দেওয়া হয়নি বলে বামেদের অভিযোগ।
রাহী হালদার