ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, গত ৬-৭ দিন ধরে চাঁদেরা রেঞ্জের অন্তর্গত বেলিয়া এলাকায় ২০-২৫টি হাতির একটি দল ঢুকে পড়েছে। চাষের জমিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে দাঁতালরা। ফলে চলতি মরশুমে জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ শীতে লোকালয়ে বাঘের হানা কমবে! সুন্দরবনের ৮৩ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ‘ফেন্সিং’, দেখুন সেই ঝলক
advertisement
বারবার বন দফতরের কাছে জানালেও হাতি তাড়ানোর ক্ষেত্রে কোন ভূমিকা গ্রহণ করেনি বনকর্মীরা, অভিযোগ ক্ষতিগ্রস্ত চাষিদের। তাই বাধ্য হয়ে তারাই প্রতিবাদে পথে নেমেছেন। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বুধবার সকাল থেকে মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়কের বেলিয়াতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা।
ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। দাঁড়িয়ে যায় পরপর গাড়ি। শেষমেশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন।প্রসঙ্গত, বর্তমানে হাতির দল চাঁদড়া রেঞ্জের ডাইনমারি ডুমুরকোটা হেতাসোল জঙ্গলে অবস্থান করছে।
