পুলিশ সূত্রে খবর এই দুর্ঘটনায় মৃত দুই শ্রমিকের নাম রুয়েল শেখ ও মফিজুল শেখ। তাদের বাড়ি নবগ্রাম এলাকার নিমগ্রাম বেলুড়িতে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন তিনজন। ট্রাফিক আইন ভেঙে একটা বাইকেই তিনজন সওয়ার হন। নবগ্রাম থেকে সাগরদিঘির মনিগ্রামে আসছিল বাইকটি। কিন্তু সাগরদিঘির মিলকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুয়েল শেখ’কে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ল ডাম্পার! খলনায়ক টায়ার…
অবস্থার অবনতি হলে মফিজুল শেখ ও মেহেদি হাসান নামে বাকি দুই যুবককে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করার কথা বলেন চিকিৎসকরা। কিন্তু পথেই মৃত্যু হয় মফিজুল শেখের। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। এদিকে ঘাতক লরিটিকে আটক করলেও তার চালক পলাতক।
কৌশিক অধিকারী