TRENDING:

Road Accident : আগুনের দাপটে কেঁপে উঠল সবং! দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা, তারপরেই জ্বলে গেল ডাউদাউ করে

Last Updated:

Road Accident : সবংয়ে দুটি ডাম্পারের সংঘর্ষে জ্বলে উঠল একটি ডাম্পার। ১৮ চাকার ডাম্পার হঠাৎই দাঁড়িয়ে থাকা ডাম্পারের সজোরে ধাক্কা মারে। মুহূর্তে লেগে যায় আগুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সবং, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চলছে পুজোর মরশুম। আর এই পুজোর মাঝেই ভয়াবহ দুর্ঘটনা। সবংয়ে ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত সকলে। দুটি ডাম্পারের সংঘর্ষে জ্বলে উঠল একটি ডাম্পার। যদিও হতাহতের খবর নেই। বিকট আওয়াজ এবং বিভৎস আগুন দেখে ছুটে আসে স্থানীয়রা। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কালীপুজোর আগের দিন ভয়াবহ দুর্ঘটনা সবংয়ে।
advertisement

মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলতে শুরু করল মালবোঝাই ডাম্পার। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে গোটা গাড়িতে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাত থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল।

advertisement

আরও পড়ুন : ব্রিটিশ ভারতে কয়েদিদের ভয়াবহ জীবন ‘লাইভ’ দেখার সুযোগ, কালীপুজোর মণ্ডপে জীবন্ত কালাপানি জেল

পটাশপুর দিক থেকে তেমাথানিগামী একটি ১৮ চাকার ডাম্পার হঠাৎই দাঁড়িয়ে থাকা ডাম্পারের সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তেই আগুন লেগে যায় ১৮ চাকার ডাম্পারে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যায় কালো ধোঁয়া। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ছুটে আসে স্থানীয়রা। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০০ বছরের ঐতিহ্য! আজও পুরনো নিয়ম রীতি মেনে পূজিত হন সীমান্তের দেবী কুলেশ্বরী
আরও দেখুন

তাই পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। রাজ্য সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে সবং থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণ করে। স্থানীয়দের দাবি, প্রতিটি দুর্ঘটনায় ঘটছে রাতে এবং বেপরোয়া গতির কারণে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে পুজোর মরশুমে এমন ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলাজুড়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident : আগুনের দাপটে কেঁপে উঠল সবং! দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা, তারপরেই জ্বলে গেল ডাউদাউ করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল