আরও পড়ুন: কাশ্মীর ছাড়িয়ে বৈষ্ণোদেবীর পুজো বাংলাতেও! জানতেন এই ইতিহাস?
জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। জামতলা থেকে জয়নগরগামী একটি ইট বোঝাই ট্রাকের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোতে সজোরে ধাক্কা মারে। এরপর গিয়ে শিবনাথ শাস্ত্রী সদনের গেটের সামনে ধাক্কা মারে। এই ঘটনায় অটোচালক এবং এক যাত্রী গুরুতর জখম হন। তাঁদেরকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটো চালক প্রবোধ মণ্ডল স্ত্রী মমতা মণ্ডল ও মেয়ে সুচিত্রা হালদারকে নিয়ে জয়নগরে ডাক্তার দেখাতে এসেছিলেন। তাঁদের বাড়ি কুলতলি থানার অন্তর্গত দু’নম্বর গড়ানকাটি এলাকায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সংজ্ঞা হারান অটো চালক ও তাঁর মেয়ে। এদিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্থ ট্রাক ও অটোটিকে আটক করে। পাশাপাশি ট্রাকের চালক’কে আটক করা হয়েছে।
সুমন সাহা