TRENDING:

Nadia Accident : পরপর দু'দিনে প্রাণ গেল দুজনের! বারবার দুর্ঘটনায় বাড়ছে আতঙ্ক, সুরক্ষার দাবিতে জাতীয় সড়ক আবরোধ

Last Updated:

Road Accident : পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। রাস্তা পারাপার করার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত মাছ ব্যবসায়ী। ঘটনার জেরে দু'ঘণ্টা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, সমীর রুদ্র : পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। ঘটনার জেরে দু’ঘণ্টা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়রা। উল্লেখ্য, বুধবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালী থানার অন্তর্গত দিগনগরে ১২ নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শামসুল দফাদার। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।
দুর্ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি।
দুর্ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি।
advertisement

তাঁর বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর বাজারপাড়া এলাকায়। বুধবার রাতের দিকে ওই ব্যক্তি রাস্তা পার হতে গেলে, একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। তীব্র আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা জানতে পেরে ঘটনার প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।

আরও পড়ুন : এখানে দেবী কালী অংশ নেন ‘দৌড় প্রতিযোগিতায়’! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! কোথায় হয় জানেন

advertisement

স্থানীয়দের অভিযোগ দিগনগর ১২ নম্বর জাতীয় সড়কের উপর প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। উল্লেখ্য, গত মঙ্গলবারও সকালে এক ব্যক্তি পালপাড়া ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পর পর একই জায়গায় দুর্ঘটনা ঘটার কারণে আতঙ্কিত এলাকাবাসী।

আরও পড়ুন : বসার সময় নেই, অর্ডারের পর অর্ডার! বেলাকোবার চমচমে আছে ওপার বাংলার গন্ধ! ভাইফোঁটার বাজারে চাহিদা তুঙ্গে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটার আগের রাতে একলাফে বাড়ল দাম! একদিনে লক্ষ লক্ষ টাকা আয়, ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি
আরও দেখুন

যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সেই দাবিতেই দিগনগর ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরোধ থাকার কারণে যান চলাচল ব্যাহত হন। পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। কিন্তু পরপর দুর্ঘটনার কারণে আতঙ্কিত এলাকাবাসী। তাঁরা চাইছেন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হোক। গাড়ির গতি নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া হোক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Accident : পরপর দু'দিনে প্রাণ গেল দুজনের! বারবার দুর্ঘটনায় বাড়ছে আতঙ্ক, সুরক্ষার দাবিতে জাতীয় সড়ক আবরোধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল