তাঁর বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর বাজারপাড়া এলাকায়। বুধবার রাতের দিকে ওই ব্যক্তি রাস্তা পার হতে গেলে, একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। তীব্র আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা জানতে পেরে ঘটনার প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।
আরও পড়ুন : এখানে দেবী কালী অংশ নেন ‘দৌড় প্রতিযোগিতায়’! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! কোথায় হয় জানেন
advertisement
স্থানীয়দের অভিযোগ দিগনগর ১২ নম্বর জাতীয় সড়কের উপর প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। উল্লেখ্য, গত মঙ্গলবারও সকালে এক ব্যক্তি পালপাড়া ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পর পর একই জায়গায় দুর্ঘটনা ঘটার কারণে আতঙ্কিত এলাকাবাসী।
আরও পড়ুন : বসার সময় নেই, অর্ডারের পর অর্ডার! বেলাকোবার চমচমে আছে ওপার বাংলার গন্ধ! ভাইফোঁটার বাজারে চাহিদা তুঙ্গে
যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সেই দাবিতেই দিগনগর ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরোধ থাকার কারণে যান চলাচল ব্যাহত হন। পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। কিন্তু পরপর দুর্ঘটনার কারণে আতঙ্কিত এলাকাবাসী। তাঁরা চাইছেন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হোক। গাড়ির গতি নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া হোক।