প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতা থেকে বর্ধমানের দিকে একটি লরি যাচ্ছিল। তখনই অত্যন্ত বাজেভাবে অপর একটি ডাম্পার পিছন দিক থেকে এসে লরিটিকে ওভারটেক করে সামনে চলে যায়। লরির চালক তড়িঘড়ি ব্রেক মারলে ধাক্কা লাগে ওই ডাম্পারের পিছনে। যদিও ডাম্পার চালক গাড়ি নিয়ে পালিয়ে যান, তবে বিপদে পড়েন লরির চালক।
আরও পড়ুন: অন্নপ্রাশন, বিয়ে ও ঠাকুরের মুকুট! এই শিল্পীর শোলার কাজ করেই চলে সংসার
advertisement
পরবর্তীতে চাঞ্চল্যকর পরিস্থিতি দেখে ছুটে আসে স্থানীয় মানুষজন। তারপর লরির সামনের অংশে দড়ি বেঁধে স্থানীয়রা চালককে বের করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী এবং অন্যান্য পুলিশ কর্মীরা। নিয়ে আসা হয় একটি জেসিবি। ওই জেসিবির সাহায্যে লরির সামনের অংশ ভেঙে বের করা হয় চালককে। এরপর নিকটবর্তী অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্বস্তির খবর এটাই যে এই দুর্ঘটনায় কারোর প্রাণহানী হয়নি।
বনোয়ারীলাল চৌধুরী