TRENDING:

Road Accident: জাতীয় সড়কে অন্যরকম দুর্ঘটনা, চরম বিপদে পড়ল লরির চালক

Last Updated:

Road Accident: লরির চালক তড়িঘড়ি ব্রেক মারলে ধাক্কা লাগে ওই ডাম্পারের পিছনে। যদিও ডাম্পার চালক গাড়ি নিয়ে পালিয়ে যান, তবে বিপদে পড়েন লরির চালক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: শহরের অনাময় হাসপাতালের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ লরির মধ্যেই আটকে থাকতে হল চালককে। এমনভাবে বেকায়দায় লরির চালক আটকে পড়েছিল যে কোনওভাবেই বেরোনো সম্ভব হচ্ছিল না। বেশ কিছুক্ষণ আটকে থাকা অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় লরির ওই চালককে।
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতা থেকে বর্ধমানের দিকে একটি লরি যাচ্ছিল। তখনই অত্যন্ত বাজেভাবে অপর একটি ডাম্পার পিছন দিক থেকে এসে লরিটিকে ওভারটেক করে সামনে চলে যায়। লরির চালক তড়িঘড়ি ব্রেক মারলে ধাক্কা লাগে ওই ডাম্পারের পিছনে। যদিও ডাম্পার চালক গাড়ি নিয়ে পালিয়ে যান, তবে বিপদে পড়েন লরির চালক।

আরও পড়ুন: অন্নপ্রাশন, বিয়ে ও ঠাকুরের মুকুট! এই শিল্পীর শোলার কাজ করেই চলে সংসার

advertisement

পরবর্তীতে চাঞ্চল্যকর পরিস্থিতি দেখে ছুটে আসে স্থানীয় মানুষজন। তারপর লরির সামনের অংশে দড়ি বেঁধে স্থানীয়রা চালককে বের করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী এবং অন্যান্য পুলিশ কর্মীরা। নিয়ে আসা হয় একটি জেসিবি। ওই জেসিবির সাহায্যে লরির সামনের অংশ ভেঙে বের করা হয় চালককে। এরপর নিকটবর্তী অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্বস্তির খবর এটাই যে এই দুর্ঘটনায় কারোর প্রাণহানী হয়নি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: জাতীয় সড়কে অন্যরকম দুর্ঘটনা, চরম বিপদে পড়ল লরির চালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল