TRENDING:

লরির ধাক্কায় মৃত ২ পড়ুয়ার, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ

Last Updated:

শালবনির ভাদুতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই খুদে পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শালবনি: শালবনির ভাদুতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই খুদে পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। লরির ধাক্কায় পাশের কালভার্টে উল্টে যায় গাড়ি। আগুনও ধরে যায়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচা্জ করে পুলিশ।ভাদুতলা হাইস্কুলের দশ-বারোজন খুদে পড়ুয়ার দুর্ঘটনাকে রণক্ষেত্র শালবনির ভাদুতলা ৷
advertisement

জানা গিয়েছে, এদিন  ১২ জন পড়ুয়াকে নিয়ে ভাদুতলার বিবেকানন্দ হাইস্কুলে আসছিল একটি বলেরো গাড়ি।  উল্টো দিক থেকে আসা লরি সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটিতে এসে ধাক্কা মারে ৷ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ বাকিদের হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকেরা ৷ বাকিদের চিকিৎসা চলছে ৷ তেদর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষুব্ধ স্থানীয়রা ৷ তাদের অভিযোগ, পুলিশের তোলাবাজি থেকে বাঁচতেই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল লরির চালক ৷ সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লরির ধাক্কায় মৃত ২ পড়ুয়ার, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল