এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ির মধ্যেই আটকে পড়েছিলেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ পুজো মিটতেই বিপর্যয়! আরামবাগ-খানাকুলে বাড়ছে প্লাবনের আশঙ্কা, আতঙ্কে সাধারণ মানুষ
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে কাঁকসার দিক থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিকে বীরভূমের দিক থেকে পানাগড়ের দিকে একটি যাত্রীবাহী বাস আসছিল। সেই সময় পিকআপ ভ্যানটি লরিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও পিকআপ ভ্যানটি অন্যত্র সরিয়ে রাজ্য সড়কে ফের যান চলাচল স্বাভাবিক করে।