জানা যাচ্ছে, দেবনারায়ণ গড়াই নামে এই ব্যক্তি প্রতিদিন রাস্তায় হাঁটতে যান। এদিন সকালে সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। দেবনারায়ণবাবু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। তার জেরে নয়ানজুলিতে পড়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement
এদিন সকালে পূর্বস্থলী ১ ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত রাজিবপুর এলাকায় নাদনঘাট মোড় থেকে নাদন ঘাট যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটেছে। নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায়।
রোজ সকালে প্রাতঃভ্রমণের অভ্যাস বহু মানুষের রয়েছে। দেবনারায়ণবাবুও রোজ হাঁটতে বেরোতেন। আজ সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠিয়েছে।
