জানা যাচ্ছে, এদিন বাসন্তী রাজ্য সড়কের কালি বটতলা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা প্রাইভেট গাড়ির পিছনে একটি যাত্রীবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে। ক্যানিং থেকে ঝড়খালিগামী ওই গাড়ির ছাদে থাকা প্রায় ৭-৮ জন সোজা রাস্তার উপর পড়ে যান। এই ঘটনায় ১০ জন কমবেশি আহত হন। তাঁদের মধ্যে একজন শিশুও রয়েছে।
advertisement
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
এদিনের ঘটনার পর স্থানীয় মানুষজন ও যাত্রীবাহী ওই গাড়ির যাত্রীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুতগতিতে আসে এবং সেটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল। তবে এই প্রথম নয়! প্রতিনিয়ত এই রাস্তায় চলাচল করা এই ধরনের গাড়িগুলির ছাদে যাত্রী থাকে। এভাবেই গাড়িগুলি রাস্তায় চলাচল করে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন।
