মৃতের নাম বাপ্পা ঘোষ (৪৮)। ঘাতক গাড়িটিকে আটক করেছে নিউটাউন ট্রাফিক পুলিশ। সূত্রের খবর, নিউটাউন বিশ্ব বাংলা সরণি ধরে ইকোপার্কের এক নম্বর গেট হয়ে আকাঙ্খা মোড়ের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন ওই স্কুটি চালক। সেই সময় পেছন থেকে একটি প্রাইভেট গাড়ি এসে স্কুটি’টির পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি চালক ডিভাইডারে ধাক্কা মারেন। স্থানীয়রা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ওই মধ্যবয়স্ক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তবু ভোট এলেই ওঁদের গুরুত্ব বেড়ে যায়
এদিকে দ্রুত তৎপরতার সঙ্গে নিউ টাউন ট্রাফিক গার্ডের পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে। ঘটনাস্থলে আসেন বিধাননগর পুলিশের ডিসি (নিউটাউন) মানব সিংলা এবং ডিসি (ট্রাফিক) নর্ভু ভুটিয়া। ওই এলাকার সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে দুর্ঘনার আসল কারণ সন্ধানের চেষ্টা করা হচ্ছে। এদিকে এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানজট হয় ইকো পার্কের সামনে।
রুদ্রনারায়ণ রায়