আরও পড়ুন: বাস করেন এক জেলায়, পিন কোড অন্য জেলার! চিঠি পেতে নাভিশ্বাস
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বিশ্বনাথ দাস তিনি বলেন, গঙ্গার ঘাটের যা অবস্থা এখানে একজন অচেনা মানুষ যদি স্নান করতে আসে বুঝতে পারবে না কোথায় গঙ্গার ঘাট ভাঙা আছে, যার ফলে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড়সড়দুর্ঘটনা। প্রতিদিন এই ঘাটে বহু সংখ্যক এলাকার মানুষ আসেন দিনের বেলা ও বিকেল বেলা সময় কাটাতে তবে গঙ্গার ঘাটের যা অবস্থা তাতে যে কোন দিন যেকোনো কিছু ঘটতে পারে। প্রশাসনের লোকেরাও বারবার ঘাটে আসে তবে কাজ কিছু হচ্ছে না।এ বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুরোপ্রধান দিলীপ যাদব তিনি বলেন, গঙ্গার ঘাটের যে কাজ তা পোর্টট্রাস্টের আওতায় পড়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এক্ষেত্রে পুরসভার কিছু করার থাকে না। পোর্টট্রাস্ট থেকে কোনো নির্দেশিকা আসলেই তিনি সেই মোতাবেক কাজ শুরু করবেন।
রাহী হালদার