আরও পড়ুনঃ স্বামী কার? আদালত চত্বরে এক যুবকের হাত ধরে টানাটানি করছেন দুই বৌ, দর্শক পুলিশ!
উল্লেখ্য, গত পুর নির্বাচনে তৃণমূল নিজের ইশতেহারে গাড়ুইনদী পরিষ্কার করানোর দিকে বিশেষভাবে জোর দিয়েছিল। বর্তমানে আসানসোল পুরনিগম তৃণমূলের দখলে। পুর বোর্ডের মেয়াদ দেড় বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু গাড়ুইনদীর অবস্থা আগে যেমন ছিল, এখনও তেমনি রয়ে গিয়েছে। যদিও গত বছর গাড়ুই নদী পরিষ্কার করানো হয়েছিল। মেশিন নামিয়ে গাড়ুইনদী থেকে তোলা হয়েছিল আবর্জনা। পাশাপাশি যেখানে নদী অবৈধভাবে দখল হয়ে যাচ্ছিল, সেগুলিও হটাতে জোর দিয়েছিল আসানসোল পুরনিগম। কিন্তু বছর ঘুরতেই ফের মজে যেতে বসেছে গাড়ুই নদী।
advertisement
এই বিষয়ে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলছেন, গত বছর যেভাবে গাড়ুইনদী পরিষ্কার করানো হয়েছিল, এ বছরও তেমন ভাবেই পরিষ্কার করানো হবে। একইসঙ্গে তিনি বলছেন, পুরনিগম অর্থ খরচ করে নদী পরিষ্কার করাচ্ছে। কিন্তু মানুষজনের মধ্যে সচেতনতা নেই। বারবার নদীতে আবর্জনা ফেলতে নিষেধ করা হচ্ছে। কিন্তু মানুষজনের সেদিকে ভ্রুক্ষেপ নেই। এমনকী ওই এলাকায় যে সমস্ত ছোটখাটো কারখানাগুলি গড়ে উঠেছে, সেই কারখানাগুলিও আবর্জনা ফেলছে নদীতে। বেশ কিছু অবৈধ কারখানাও রয়েছে। তাঁদেরকে নোটিস পাঠানোর পরেও খুব বিশেষ কাজ হয়নি। তাই গাড়ুই নদী পরিষ্কার রাখতে হলে, পুরনিগমের উদ্যোগের পাশাপাশি মানুষজনের সচেতনতা খুব প্রয়োজন বলে মনে করছেন তিনি।
Nayan Ghosh