TRENDING:

RG Kar Doctor Murder Impact: আর জি কর কাণ্ডের জের! স্কুলেই আত্মরক্ষার শিক্ষা দিচ্ছেন শিক্ষকরা

Last Updated:

RG Kar Doctor Murder Impact: ছাত্রীরা কঠিন পরিস্থিতিতে কীভাবে এই ধরনের ঘটনা থেকে আত্মরক্ষা করবে তা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনার: আরজি কর কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে চারিদিকে শোরগোল শুরু হয়েছে। প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ। পাশাপাশি ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর কাজও জোরকদমে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। জয়নগরের খাট সাড়া অদ্বৈত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও এই উদ্যোগে এগিয়ে এসেছেন।
advertisement

আরও পড়ুন: দেখতে একেবারে আসলের মত, বাড়ির অনুষ্ঠানে কৃত্রিম অর্কিড দিয়ে ঘর সাজান!

ছাত্রীরা কঠিন পরিস্থিতিতে কীভাবে এই ধরনের ঘটনা থেকে আত্মরক্ষা করবে তা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। রাস্তায় কোন‌ও অপরিচিত ব্যক্তি তাদেরকে হেনস্তা করলে বা ছাত্র-ছাত্রীদের মোবাইলের লোভ দেখিয়ে কিডন্যাপ করলে কী করতে হবে সেটা এখানে শেখানো হয়। এই প্রোগ্রামটি শারীরিক আক্রমণ, শ্লীলতাহানি এবং হয়রানি সহ হুমকিমূলক পরিস্থিতি পরিচালনা করার জন্য বিভিন্ন কৌশল শেখানো হয়। এটি শিক্ষার্থীদের বিশেষ করে ফোকাস করবে কীভাবে তাদের ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হয় এবং সম্ভাব্য বিপদ চিনতে হয়।

advertisement

এই ধরনের উদ্যোগ মেয়েদের জন্য তাদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়াতে অত্যন্ত কাজে আসবে। তারা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারে।এই উদ্যোগ কেবল শারীরিক ক্ষমতায়নই দেবে না বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অবদান রাখবে। এই প্রসঙ্গে এক স্কুল শিক্ষক বলেন, বিদ্যালয়ের ভেতরে ও বাইরে নিজেদের সুরক্ষিত রাখতে এবং যে কোন‌ওরকম পরিস্থিতি মোকাবিলায় মেয়েদের আত্মবিশ্বাস বজায় রাখতে এই ধরণের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এই ধরনের উদ্যোগে খুশি অভিভাবকরাও।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Impact: আর জি কর কাণ্ডের জের! স্কুলেই আত্মরক্ষার শিক্ষা দিচ্ছেন শিক্ষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল