TRENDING:

RG Kar Doctor Murder Impact: আরজি কর কাণ্ডের জের, বিশ্বভারতীর ছাত্রীদের সুরক্ষায় জোর

Last Updated:

RG Kar Doctor Murder Impact: আর জি কর কাণ্ডের পরেই দেশ-বিদেশের ছাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা জোরদার করতেই বিশ্বভারতী এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসনের বৈঠক হয়।এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বৈঠকে বসেন পুলিশ প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: আরজি কর কাণ্ডের জের, বিশ্বভারতীতে পাঠরত দেশ-বিদেশের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করল। এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বৈঠকে বসেন পুলিশ কর্তারা। বৈঠকে ছিলেন বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগারওয়াল-সহ বিশ্বভারতীর আধিকারিকরা। ছিলেন বিভিন্ন ভবনের ছাত্রীরাও।
advertisement

আরও পড়ুনঃ বাঙালি না হয়েও আজীবন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করেছিলেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত জানান, বিশ্বভারতী ক্যাম্পাসে নিরাপত্তা, সুরক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের থেকে সম্পূর্ণ আলাদা। একদিকে দেশ-বিদেশের পড়ুয়ারা যেমন পড়াশোনা করেন, তেমনই ক্যাম্পাস সম্পূর্ণ উন্মুক্ত। নিয়মিত যাতায়াত ছাড়াও ক্যাম্পাসের ভিতরেও বিভিন্ন অংশে মানুষের বসতবাড়িও রয়েছে। ক্যাম্পাসের বাইরে মূল রাস্তায় অধিকাংশ সিসিটিভি ক্যামেরা খারাপ বলে দাবি করেছেন ছাত্রীরা।প্রশাসনকে অনুরোধ করা হয়েছে সেগুলো যেন দ্রুত ঠিক করে আবার লাগানো হয়।

advertisement

বীরভূমের এসপি রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, বিশ্বভারতীর বিভিন্ন ভবনের ছাত্রীদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক হয়েছে। নিরাপত্তা কী রয়েছে, ছাত্রী আবাসন ছাড়াও কোথায় কোথায় থাকেন পড়ুয়ারা। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হবে বলে অতি তিনি জানান।

View More

প্রসঙ্গত চলতি মাসের ৯ তারিখ আরজি কর হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। আর তারপরই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাত দখলের লড়াইয়ে নামেন মহিলারা। মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য চলে দফায় দফায় আন্দোলন। আর তারপরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য এই বৈঠক করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইক নিয়ে হিমালয়ে! অনেক বাইকারের কাছে স্বপ্ন! সেই স্বপ্নপূরণ করলেন হাওড়ার যুবক
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Impact: আরজি কর কাণ্ডের জের, বিশ্বভারতীর ছাত্রীদের সুরক্ষায় জোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল