বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসকদের আন্দোলন তৃতীয় দিনে পা দিয়ে দিয়েছে। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এই দাবিগুলো নিয়ে শনিবার তাঁরা মিছিল করে প্রতিবাদ জানান। সন্ধেয় মোমবাতি মিছিলের পর হাসপাতালের মূল প্রবেশ পথ বন্ধ করে তার সামনে অবস্থান বিক্ষোভ দেখান চিকিৎসকরা। তবে মূল প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হলেও খুলে রাখা হয়েছিল জরুরি বিভাগের প্রবেশ পথ।
advertisement
আরও পড়ুন: গাছের ডালে গাছের চারা রোপণ! কী এই ট্রি টপ প্ল্যান্টেশন? কেন করা হয়?
অবস্থান বিক্ষোভের তৃতীয় দিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে হাসপাতালে আসেন রামপুরহাটের মহকুমাশাসক। সমস্ত দাবি দাওয়া শুনে তিনি দ্রুত এগুলির সমাধান করার আশ্বাস দেন। কিন্তু তা সত্ত্বেও নিজেদের বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসকরা।মহকুমাশাসককে জুনিয়র চিকিৎসকরা জানান, যতদিন পর্যন্ত আরজি করের ঘটনার মূল অভিযুক্তদের শাস্তি হচ্ছে এবং তাঁদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততদিন পর্যন্ত এই বিক্ষোভ চলবে। জুনিয়র চিকিৎসকদের এই বক্তব্যের পরে মহকুমাশাসক সৌরভ পান্ডে হাসপাতাল থেকে তাঁদের বিক্ষোভ তুলতে অনুরোধ করেন। কারণ তাঁদের বিক্ষোভের জেরেই সম্পূর্ণ ভারতে ব্যাহত হচ্ছে বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা। সমস্যায় পড়ছেন রোগীর পরিবার।
সৌভিক রায়