তাই আর মৌন নয় শৃঙ্খলাবদ্ধ প্রতিবাদে গর্জে উঠেছে সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের শিক্ষিকা, ছাত্রী থেকে প্রাক্তনীরাও। স্কুলের প্রাক্তন ছাত্রী তথা আরজি কর হাসপাতালে কর্মরত ডাক্তার তরুণীর নৃশংস হত্যার কথা ভাবলেই যেন শিউরে উঠছেন সকলে।
আরও পড়ুন: ‘এই রক্তস্নান চলতে পারে না’, আরজি করে গিয়ে ফুঁসে উঠলেন রাজ্যপাল! প্রশ্ন আইনশৃঙ্খলা নিয়ে
advertisement
ইতিমধ্যেই বেশ কয়েকদিন অতিবাহিত হলেও, এখনও আসল রহস্য আসেনি প্রকাশ্যে। মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। তবে নির্যাতিতা তরুণীর স্কুলের শিক্ষিকা থেকে সহপাঠী প্রাক্তনীরাও মনে করছেন, একজন নয় এর পিছনে আরও অনেকে জড়িত রয়েছে।
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের ‘মজ্জা’ এই মারণরোগ থেকে রেহাই দেবেই! চমকে যাবেন জানলে
এদিন পুরনো সেই ছাত্রীর স্মৃতি রোমন্থন করতে গিয়েও শিক্ষিকাদের চোখ ভরে উঠল জলে। ইতিমধ্যে গ্রেফতারের দাবিতেও তাঁরা পথে নেমেছেন। এখন নির্যাতিতার স্কুলও চায় প্রকাশ্যে আসুক আসল রহস্য, প্রাক্তন ছাত্রীর নৃশংস খুনে দোষীদের হোক ফাঁসির সাজা।
Rudra Narayan Roy