TRENDING:

স্কুলের উন্নয়নে বড় পদক্ষেপ অবসরপ্রাপ্ত শিক্ষিকার! বিদায় ভাতার টাকা দিয়ে যা করলেন... গর্বিত সকলে!

Last Updated:

দুর্গাপুরের সগড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন শ্রাবণী ভট্টাচার্য। ১৯৯০ সালের এপ্রিল মাসে তিনি এই স্কুলে নিযুক্ত হন। গত ৩১ জুলাই তাঁর চাকরিজীবনের মেয়াদ শেষ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান, দুর্গাপুর: দীর্ঘ ৩৪ বছর ধরে শিক্ষকতা করছেন। চাকরিজীবন অতিক্রম করে বিদায়বেলায় সমগ্র স্কুলকে যা দিয়ে গেলেন, তা যেন শিক্ষার এক নতুন পাঠ! দুর্গাপুরের সগড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন শ্রাবণী ভট্টাচার্য। ১৯৯০ সালের এপ্রিল মাসে তিনি এই স্কুলে নিযুক্ত হন। কর্মজীবনের ৩৪ বছর তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কাটিয়েছেন। শ্রাবণী জানান, দীর্ঘ কর্মজীবনে স্কুলের প্রধান শিক্ষক, সহকর্মী এবং ছাত্রছাত্রীদের থেকে অনেক কিছু পেয়েছেন। সেই কারণে বিদায়বেলায় তিনি নিজের প্রাপ্ত সরকারি বিদায় ভাতার এক লক্ষ টাকা স্কুলের উন্নয়নের স্বার্থে দান করেছেন। স্কুলের উন্নয়নের জন্য তাঁর এমন মহৎ ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জী।
advertisement

গত ৩১ জুলাই শ্রাবণীর চাকরিজীবনের মেয়াদ শেষ হয়েছে। তাঁর কথায়, এই স্কুলে তিনি যখন প্রথম নিযুক্ত হন, তখন প্রধান শিক্ষক ছিলেন মানিক লাল কুমার। সেই সময় থেকেই স্কুলে সহানুভূতির পরিবেশ। সহকর্মী সহ ছাত্র-ছাত্রী সকলের কাছ থেকেই বিভিন্ন সময়ে কিছু না কিছু শিখেছেন। স্কুলের নানা সমস্যায় সব সময় সহকর্মীরা পাশে থেকেছেন।

advertisement

আরও পড়ুনঃ বাজারে ইলিশের ছড়াছড়ি! দাম ৮০০ টাকা…! ওজন কত, সুস্বাদু হবে তো…? আসছে কোথা থেকে?

বৃহস্পতিবার স্কুলের অডিটোরিয়ামে শ্রাবণীর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে স্কুলের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ও সকল ছাত্র-ছাত্রী সহ প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও উপস্থিত হয়েছিলেন।

View More

ছাত্রীরা নাচ, গান ইত্যাদির মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। পাশাপাশি ছাত্র- ছাত্রীরা তাঁদের প্রিয় দিদিমণির হাতে তুলে দেন বিভিন্ন উপহার। এদিনের অনুষ্ঠানে শ্রাবণীর কর্মজীবনের বেশ কিছু বিশেষ মূহুর্তের স্মৃতিচারণা করা হয়। বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই বিশেষ অনুষ্ঠান। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে স্কুলের উন্নয়নের কাজে অর্থ অনুদান একটি খুশির খবর হলেও অনুষ্ঠানটি বেদনাদায়কও ছিল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জী সদ্য অবসরপ্রাপ্ত শ্রাবণীর বিষয়ে বলেন, স্কুলে এই রকম একজন শিক্ষিকা পাওয়া অত্যন্ত ভাগ্যের বিষয়। তিনি অবসর নিয়েছেন বলেই কেবল উন্নয়ন প্রকল্পে এক লক্ষ টাকা অনুদান করেছেন এমনটা নয়। এর আগেও তিনি স্কুলের উন্নয়ন প্রকল্পে প্রচুর দান করেছেন। স্কুল তাঁর কাছে চিরকৃতজ্ঞ। স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমি গর্বিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দীপিকা সরকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলের উন্নয়নে বড় পদক্ষেপ অবসরপ্রাপ্ত শিক্ষিকার! বিদায় ভাতার টাকা দিয়ে যা করলেন... গর্বিত সকলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল