- বর্ধমান পুরসভায় ৩৫টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল৷ কাটোয়া পুরসভার ১৫টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, চারটিতে কংগ্রেস, একটি আসনে জিতেছে নির্দলরা৷
- নদিয়ার তাহেরপুর পুরসভা দখল করেছে বামফ্রন্ট৷ তাহেরপুরের ৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে বামেরা৷ পাঁচটিতে জিতেছে তৃণমূল৷ নদিয়া জেলার হরিণঘাটা, গয়েশপুর, কল্যাণ, চাকদহ, নবদ্বীপ পুরসভাগুলি বিরোধী শূন্য হয়ে গিয়েছে৷ শান্তিপুরে তৃণমূল জয়ী হয়েছে ২২টি আসনে, বিজেপি জিতেছে ২টিতে৷ কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল জিতেছে ১৬টি ওয়ার্ডে৷ কংগ্রেস ও নির্দল প্রার্থীরা চারটি করে আসনে জয়ী হয়েছেন৷ বিজেপি জয়ী হয়েছে একটি ওয়ার্ডে৷
- উত্তর চব্বিশ পরগণার বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ সিপিএম জয়ী হয়েছে তিনটি ওয়ার্ডে৷ নির্দলরা জিতেছেন দু'টি আসনে৷ মধ্যমগ্রাম পুরসভায় তৃণমূল জিতেছে ২৪টি ওয়ার্ডে, বামেরা জয়ী চারটি ওয়ার্ডে৷ বিরোধীশূন্য হয়ে গিয়েছে হাবড়া পুরসভার ২৪টি ওয়ার্ড৷ বসিরহাট পুরসভার ২১টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, একটি করে আসনে জয়ী হয়েছে কংগ্রেস ও বিজেপি৷ অর্জুন সিং-এর গড় ভাটপাড়ার ৩২টি ওয়ার্ডেই জিতেছে শাসক দল৷ সিপিএম প্রার্থীর মৃত্যুতে ভাটপাড়া পুরসভার একটি ওয়ার্ডে ভোট হয়নি৷
- বীরভূমের বোলপুর পুরসভা ২২-০ ব্যবধানে জিতেছে তৃণমূল৷ দুবরাজপুর, রামপুরহাট পুরসভাও বিরোধী শূন্য৷
- নৈহাটি পুরসভার ৩১টি ওয়ার্ডেই জিতেছে তৃণমূল৷ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর পুরসভাও বিরোধী শূন্য৷ কামারহাটি পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩১টি জিতছে তৃণমূল, সিপিএম জয়ী হয়েছে একটি আসনে, নির্দলরা দখল করেছে তিনটি ওয়ার্ড৷ দক্ষিণ দমদম পুরসভার একটি ওয়ার্ডে ভোট হয়নি৷ বাকি ৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩২টি দখল করেছে তৃণমূল, ২টিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা৷
- দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৩টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ ১ একটি করে আসনে জিতেছেন নির্দল ও বাম প্রার্থীরা৷ বারুইপুরে ১৭-০ ব্যবধানে জয়ী হয়েছে শাসক দল৷ ডায়মন্ড হারবারের ১৬টি ওয়ার্ডও বিরোধীশূন্য৷ জয়নগর মজিলপুর পুরসভা প্রথমবার দখল করল তৃণমূল৷ ১৪টির মধ্যে ১২টিতে জয়ী হয়েছে শাসক দল৷ একটি করে আসনে জিতেছে কংগ্রেস ও এসইউসিআই৷
- হাওড়ার একটি পুরসভাতেই ভোট হয়েছিল৷ সেই উলুবেড়িয়ার ৩২টির মধ্যে ২৮টি দখল করেছে তৃণমূল৷ একটি করে আসনে জয়ী হয়েছে বাম, কংগ্রেস, বিজেপি এবং নির্দল প্রার্থীরা৷
- মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুর পুরসভা প্রথম বার দখল করল তৃণমূল৷ এই পুরসভার ২২টিতে জয়ী হয়েছে তৃণমূল, ৬টিতে জিতেছে কংগ্রেস৷ মুর্শিদাবাদ পুরসভার ৯টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, ৬টিতে জয়ী হয়েছে বিজেপি৷ জঙ্গিপুর পুরসভায় ১৫টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, দু'টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, তিনটি ওয়ার্ডে জয়ে পেয়েছে সিপিএম, একটি আসন জিতেছে বিজেপি৷ ত্রিশঙ্কু হয়েছে বেলডাঙা পুরসভা৷ বেলডাঙার ১৪টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জয়ী হয় তৃণমূল৷ তিনটি আসনে জয়ী হয় বিজেপি৷ চারটি আসনে জিতেছেন নির্দলরা৷
- পুরুলিয়ার ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পায় তৃণমূল৷ পাঁচটি ওয়ার্ডে জয় পায় কংগ্রেস৷ নির্দল প্রার্থীরা দু'টি আসনে জয়লাভ করেন৷
- হুগলির চাঁপদানি পুরসভার ২২ আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ এই পুরসভার দশটি ওয়ার্ডেই জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা৷ একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ আরামবাগ পুরসভার ১৯টির মধ্যে ১৮টিতে জিতেছে তৃণমূল, একটিতে জয় পেয়েছে বিজেপি৷ শ্রীরামপুরে ২৯টির মধ্যে ২৪টিতে জিতেছে তৃণমূল৷ ১টি করে আসনে জিতেছে কংগ্রেস ও বামফ্রন্ট৷ ২টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা৷ তারকেশ্বর পুরসভাও বিরোধী শূন্য হয়ে গিয়েছে৷
- পূর্ব মেদিনীপুরের এগরাতেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি৷ এগরা পুরসভার চোদ্দটি ওয়ার্ডের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল৷ পাঁচটিতে জয়ী হয়েছে বিজেপি৷ একটি করে আসন পেয়েছেন কংগ্রেস ও নির্দল প্রার্থীরা৷ তাম্রলিপ্ত পুরসভার ২০টি ওয়ার্ডের ১৮টিতে জিতেছে তৃণমূল৷ ২টি আসনে জিতেছে বিজেপি৷ কাঁথি পুরসভার ১৭টি আসনে জিতেছে তৃণমূল, ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি, একটিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী৷
- পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা, রামজীবনপুর পুরসভা বিরোধী শূন্য হয়ে গিয়েছে৷ খড়্গপুর পুরসভার ৩৫টির মধ্যে ২০টি আসনে জিতেছে তৃণমূল৷ ৬টিতে জয় পেয়েছে কংগ্রেস৷ বামেরা জিতেছে ২টিতে, নির্দল প্রার্থী দখল করেছেন একটি ওয়ার্ড৷ মেদিনীপুর পুরসভায় ২০টি আসনে গিয়েছে তৃণমূলের দখলে, সিপিএম জিেতছে তিনটিতে, কংগ্রেস ও নির্দল জয়ী হয়েছে একটি করে আসনে৷
- ঝাড়গ্রাম পুরসভার ১৮টির মধ্যে ১৬টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল৷ একটি করে আসনে জয়ী হয়েছে নির্দল ও বামেরা৷
- বাঁকুড়া পুরসভার ২৪টির মধ্যে ২১টিতে জিতেছে তৃণমূল, নির্দলরা জয়ী হয়েছেন তিনটি ওয়ার্ডে৷ বিষ্ণুপুরের ১৯টির মধ্যে ১৩টি এসেছে তৃণমূলের দখলে, নির্দলরা জিতেছেন তিনটি আসনে, বিজেপি জয়ী হয়েছে দু'টিতে, কংগ্রেস জিতেছে একটিতে৷
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 5:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election Results 2022: ব্যতিক্রম তাহেরপুর, সবুজ ঝড়ে দক্ষিণবঙ্গের কোন পুরসভায় কী ফল? দেখুন এক নজরে