TRENDING:

West Bengal Municipal Election Results 2022: ব্যতিক্রম তাহেরপুর, সবুজ ঝড়ে দক্ষিণবঙ্গের কোন পুরসভায় কী ফল? দেখুন এক নজরে

Last Updated:

চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে৷ বামফ্রন্টের দখলে গিয়েছে তাহেরপুর পুরসভা (West Bengal Municipal Election Results )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের ১০৮টির মধ্যে ১০২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল (West Bengal Municipal Election Results )৷ চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে৷ বামফ্রন্টের দখলে গিয়েছে তাহেরপুর পুরসভা৷ দার্জিলিং পুরসভায় ক্ষমতা দখল করেছে হামরো পার্টি৷ একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ পুরসভাগুলির ফল কী রকম দাঁড়ালো-
রাজ্য জু়ড়েই ঘাসফুলের দাপট৷
রাজ্য জু়ড়েই ঘাসফুলের দাপট৷
advertisement

  • বর্ধমান পুরসভায় ৩৫টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল৷ কাটোয়া পুরসভার ১৫টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, চারটিতে কংগ্রেস, একটি আসনে জিতেছে নির্দলরা৷
  • নদিয়ার তাহেরপুর পুরসভা দখল করেছে বামফ্রন্ট৷ তাহেরপুরের ৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে বামেরা৷ পাঁচটিতে জিতেছে তৃণমূল৷ নদিয়া জেলার হরিণঘাটা, গয়েশপুর, কল্যাণ, চাকদহ, নবদ্বীপ পুরসভাগুলি বিরোধী শূন্য হয়ে গিয়েছে৷ শান্তিপুরে তৃণমূল জয়ী হয়েছে ২২টি আসনে, বিজেপি জিতেছে ২টিতে৷ কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল জিতেছে ১৬টি ওয়ার্ডে৷ কংগ্রেস ও নির্দল প্রার্থীরা চারটি করে আসনে জয়ী হয়েছেন৷ বিজেপি জয়ী হয়েছে একটি ওয়ার্ডে৷
  • advertisement

  • উত্তর চব্বিশ পরগণার বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ সিপিএম জয়ী হয়েছে তিনটি ওয়ার্ডে৷ নির্দলরা জিতেছেন দু'টি আসনে৷ মধ্যমগ্রাম পুরসভায় তৃণমূল জিতেছে ২৪টি ওয়ার্ডে, বামেরা জয়ী চারটি ওয়ার্ডে৷ বিরোধীশূন্য হয়ে গিয়েছে হাবড়া পুরসভার ২৪টি ওয়ার্ড৷ বসিরহাট পুরসভার ২১টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, একটি করে আসনে জয়ী হয়েছে কংগ্রেস ও বিজেপি৷ অর্জুন সিং-এর গড় ভাটপাড়ার ৩২টি ওয়ার্ডেই জিতেছে শাসক দল৷ সিপিএম প্রার্থীর মৃত্যুতে ভাটপাড়া পুরসভার একটি ওয়ার্ডে ভোট হয়নি৷
  • advertisement

  • বীরভূমের বোলপুর পুরসভা ২২-০ ব্যবধানে জিতেছে তৃণমূল৷ দুবরাজপুর, রামপুরহাট পুরসভাও বিরোধী শূন্য৷
  • নৈহাটি পুরসভার ৩১টি ওয়ার্ডেই জিতেছে তৃণমূল৷ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর পুরসভাও বিরোধী শূন্য৷ কামারহাটি পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩১টি জিতছে তৃণমূল, সিপিএম জয়ী হয়েছে একটি আসনে, নির্দলরা দখল করেছে তিনটি ওয়ার্ড৷ দক্ষিণ দমদম পুরসভার একটি ওয়ার্ডে ভোট হয়নি৷ বাকি ৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩২টি দখল করেছে তৃণমূল, ২টিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা৷
  • advertisement

  • দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৩টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ ১ একটি করে আসনে জিতেছেন নির্দল ও বাম প্রার্থীরা৷ বারুইপুরে ১৭-০ ব্যবধানে জয়ী হয়েছে শাসক দল৷ ডায়মন্ড হারবারের ১৬টি ওয়ার্ডও বিরোধীশূন্য৷ জয়নগর মজিলপুর পুরসভা প্রথমবার দখল করল তৃণমূল৷ ১৪টির মধ্যে ১২টিতে জয়ী হয়েছে শাসক দল৷ একটি করে আসনে জিতেছে কংগ্রেস ও এসইউসিআই৷
  • advertisement

  • হাওড়ার একটি পুরসভাতেই ভোট হয়েছিল৷ সেই উলুবেড়িয়ার ৩২টির মধ্যে ২৮টি দখল করেছে তৃণমূল৷ একটি করে আসনে জয়ী হয়েছে বাম, কংগ্রেস, বিজেপি এবং নির্দল প্রার্থীরা৷
  • মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুর পুরসভা প্রথম বার দখল করল তৃণমূল৷ এই পুরসভার ২২টিতে জয়ী হয়েছে তৃণমূল, ৬টিতে জিতেছে কংগ্রেস৷ মুর্শিদাবাদ পুরসভার ৯টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, ৬টিতে জয়ী হয়েছে বিজেপি৷ জঙ্গিপুর পুরসভায় ১৫টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, দু'টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, তিনটি ওয়ার্ডে জয়ে পেয়েছে সিপিএম, একটি আসন জিতেছে বিজেপি৷ ত্রিশঙ্কু হয়েছে বেলডাঙা পুরসভা৷ বেলডাঙার ১৪টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জয়ী হয় তৃণমূল৷ তিনটি আসনে জয়ী হয় বিজেপি৷ চারটি আসনে জিতেছেন নির্দলরা৷
  • পুরুলিয়ার ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পায় তৃণমূল৷ পাঁচটি ওয়ার্ডে জয় পায় কংগ্রেস৷ নির্দল প্রার্থীরা দু'টি আসনে জয়লাভ করেন৷
  • হুগলির চাঁপদানি পুরসভার ২২ আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ এই পুরসভার দশটি ওয়ার্ডেই জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা৷ একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ আরামবাগ পুরসভার ১৯টির মধ্যে ১৮টিতে জিতেছে তৃণমূল, একটিতে জয় পেয়েছে বিজেপি৷ শ্রীরামপুরে ২৯টির মধ্যে ২৪টিতে জিতেছে তৃণমূল৷ ১টি করে আসনে জিতেছে কংগ্রেস ও বামফ্রন্ট৷ ২টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা৷ তারকেশ্বর পুরসভাও বিরোধী শূন্য হয়ে গিয়েছে৷
  • পূর্ব মেদিনীপুরের এগরাতেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি৷ এগরা পুরসভার চোদ্দটি ওয়ার্ডের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল৷ পাঁচটিতে জয়ী হয়েছে বিজেপি৷ একটি করে আসন পেয়েছেন কংগ্রেস ও নির্দল প্রার্থীরা৷ তাম্রলিপ্ত পুরসভার ২০টি ওয়ার্ডের ১৮টিতে জিতেছে তৃণমূল৷ ২টি আসনে জিতেছে বিজেপি৷ কাঁথি পুরসভার ১৭টি আসনে জিতেছে তৃণমূল, ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি, একটিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী৷
  • পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা, রামজীবনপুর পুরসভা বিরোধী শূন্য হয়ে গিয়েছে৷ খড়্গপুর পুরসভার ৩৫টির মধ্যে ২০টি আসনে জিতেছে তৃণমূল৷ ৬টিতে জয় পেয়েছে কংগ্রেস৷ বামেরা জিতেছে ২টিতে, নির্দল প্রার্থী দখল করেছেন একটি ওয়ার্ড৷ মেদিনীপুর পুরসভায় ২০টি আসনে গিয়েছে তৃণমূলের দখলে, সিপিএম জিেতছে তিনটিতে, কংগ্রেস ও নির্দল জয়ী হয়েছে একটি করে আসনে৷
  • ঝাড়গ্রাম পুরসভার ১৮টির মধ্যে ১৬টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল৷ একটি করে আসনে জয়ী হয়েছে নির্দল ও বামেরা৷
  • বাঁকুড়া পুরসভার ২৪টির মধ্যে ২১টিতে জিতেছে তৃণমূল, নির্দলরা জয়ী হয়েছেন তিনটি ওয়ার্ডে৷ বিষ্ণুপুরের ১৯টির মধ্যে ১৩টি এসেছে তৃণমূলের দখলে, নির্দলরা জিতেছেন তিনটি আসনে, বিজেপি জয়ী হয়েছে দু'টিতে, কংগ্রেস জিতেছে একটিতে৷
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
    আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election Results 2022: ব্যতিক্রম তাহেরপুর, সবুজ ঝড়ে দক্ষিণবঙ্গের কোন পুরসভায় কী ফল? দেখুন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল