সুন্দরবনের নদীর পাড়ের বাসিন্দারা দুর্যোগের আশঙ্কায় সব সময় ভয়ে ভয়ে থাকেন। এই বর্ষাকাল এলে সেই বিপদ বহুগুণ বেড়ে ওঠে। কার্যত প্রাণ হাতে নিয়ে বসবাস করেন তাঁরা। আজও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের নির্মম স্মৃতি। এই পরিস্থিতিতে বর্ষার বৃষ্টি শুরু হতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সুন্দরবনবাসীর। সুন্দরবনের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ সহ সর্বত্র নদী বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগে নদী বাঁধ ভাঙলে ঘর ছাড়া হতে হবে।
advertisement
আরও পড়ুন: মাত্র ৩৫০ টাকায় দিন গুজরান! তাও কাজ জোটে না প্রতিদিন
এমন বিপদ থেকে স্থায়ীভাবে বাঁচার জন্য সুন্দরবনের মানুষ চাইছে, এখানকার নদীগুলির বাঁধ কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হোক। কংক্রিটের নদী বাঁধ পেলে হয়ত কিছুটা নিরাপদ বোধ করবেন এই প্রান্তিক মানুষগুলো। তবে আজও সেই দাবি সামগ্রিকভাবে পূরণ না হওয়ায় বর্ষা আসতেই দুশ্চিন্তা গ্রাস করেছে।
জুলফিকার মোল্যা