TRENDING:

Water Logging: জল যন্ত্রণা মেমারি কালনা রাস্তায়! প্রতিবাদে অবরোধ জাবুইয়ের বাসিন্দাদের

Last Updated:

প্রায় দু ঘন্টা চলে অবরোধ। তবে জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়৷অবশেষে ঘটনাস্থলে আসে মেমারি দু'নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেমারি: মেমারি থানার জাবুইয়ে বর্ধমান কালনা রোডের ওপর দিয়ে বইছে জল। তার ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল।রাস্তার ওপর দিয়ে জল বইছে, ফলে বড় গাড়ি যেতে পারলেও অসুবিধা সম্মুখীন হচ্ছে ছোট গাড়িগুলি।
জল জমার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ
জল জমার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ
advertisement

ফলে ছোট গাড়িগুলি ঘুর পথে জাবুই থেকে কন্দর্পপুর হয়ে যাওয়া শুরু করলে স্থানীয়রা সেই রাস্তা অবরোধ করে। ভোগান্তির শিকার হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ।

আরও পড়ুন: ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। প্রশাসনকে বলে কোন সুরাহা হয়নি। তার ওপর গ্রামের রাস্তা দিয়ে গাড়িগুলি যাতায়াতের ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা মেরামতের দাবিতে বাধ্য হয়ে তাঁরা অবরোধ করেছেন।

advertisement

পরে মেমারি ২ এর বিডিও বিশাখ ভট্টাচার্য ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এদিকে বিঘের পর বিঘে জমি জলের তলায় তলিয়ে যাওয়ায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কায় কৃষকরা।

আরও পড়ুন: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ

শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দু’নম্বর ব্লকের বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কন্দর্পপুর গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, ‘‘কন্দর্পপুর গ্রামের ভিতরে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘ বেশ বছর ধরে কাঁচা রাস্তার ওপর দিয়েই যাতায়াত করছেন এলাকার মানুষজন।’’

advertisement

সম্প্রতি ভারি বর্ষণে কালনা বর্ধমান রোডের একাংশ জলে নিমজ্জিত হওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে টোটো-সহ ছোট চার চাকা গাড়ি গুলো। তাই কন্দর্পপুর গ্রামের ভিতর দিয়ে  যখন ওই গাড়িগুলি পাস করছিল। তখন বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা।

একদিকে প্রবল বর্ষণে কাদায় পরিপূর্ণ গ্রামের ভিতরে রাস্তা। রাজ্যের বিভিন্ন জায়গায় বহু রাস্তা নির্মাণ হলেও এখনও পর্যন্ত  গ্রামের ভিতরে রাস্তাটি নির্মাণ হয়নি বলেই দাবি করছেন গ্রামবাসীরা।

advertisement

ওই ভাঙা রাস্তার উপর দিয়েই সারাদিন ধরে চলাচল করছে গাড়ি। যাতে অবিলম্বে তাঁদের রাস্তা পাকা করা হয় , সেই দাবিতেই বিক্ষোভের শামিল হলেন গ্রামবাসীরা।

প্রায় দু ঘন্টা চলে অবরোধ। তবে জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়৷অবশেষে ঘটনাস্থলে আসে মেমারি দু’নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য৷ তিনি গ্রামবাসীদেরসমস্যা সমাধানের ব্যপারে আশ্বস্ত করেন।

পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশও। আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অনেক জায়গায় রাস্তার পাশের নাকাশিগুলি দখল হয়ে গিয়েছে। সেখানে অনেক অস্থায়ী দোকান হয়ে গিয়েছে। স্থায়ী নির্মাণও হয়েছে।

advertisement

অনেক জায়গার নাকাশিগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি। তার ফলে জল বের হওয়ার পথ পাচ্ছে না। সেই জল রাস্তায় উঠে আসছে। এর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে নিকাশি ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ব্লক প্রশাসন জানিয়েছে, কেন রাস্তার ওপর জল দাঁড়িয়ে যাচ্ছে তা দেখা হচ্ছে। প্রয়োজনে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Logging: জল যন্ত্রণা মেমারি কালনা রাস্তায়! প্রতিবাদে অবরোধ জাবুইয়ের বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল