আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা শেষের পরই সাগরদ্বীপের জন্য সুখবর
এতদিন অন্ধকারে ডুবে থাকা সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ ঘোড়ামারায় সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ প্রায় শেষ। তিন দিক নদী ও একদিক বঙ্গোপসাগরে ঘেরা এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ফলে এতদিন সেখানে তাপবিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়নি। অন্ধকার ঘোচাতে বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। খড়গপুর আইআইটির উদ্যোগে দ্বীপের মিলন বিদ্যাপীঠ স্কুলের মাঠে শুরু হয় ২৫০ কিলোওয়াট সৌর বিদ্যুতের পাওয়ার প্লান্ট তৈরির কাজ। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অনুমোদনে শুরু হয় এই কাজ। বর্তমানে প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি মাস থেকে ১৮ ঘণ্টা করে বিদ্যুৎ পাবে দ্বীপের পরিবারগুলি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জানা গিয়েছে ঘোড়ামারা দ্বীপের প্রতিটি পরিবার চারটি করে আলো, একটি পাখা ও একটি টিভি চালানোর মত বিদ্যুৎ পাবে। ইউনিট প্রতি চার থেকে পাঁচ টাকা দিতে হবে। অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে পানীয় জল তোলার ব্যবস্থা থাকবে, ই-রিক্সার ব্যাটারিতে চার্জ দেওয়ার ব্যবস্থাও থাকবে। পঞ্চায়েত ও স্বাস্থ্য কেন্দ্রে আলো লাগানো হবে, রাস্তাঘাট ও বাজারে আলো বসবে। বিদ্যালয়গুলিতে আলো ও পাখার ব্যবস্থা করা হবে। এই খবরে অত্যন্ত খুশি বাংলার এই প্রত্যন্ত এলাকার বাসিন্দারা।
নবাব মল্লিক