আরও পড়ুন: বিখ্যাত তাঁতের শাড়ি সবার কাছে পৌঁছে দিতে উদ্বোধন হল তাঁত বস্ত্র শিল্প মেলা
এখন সুন্দরবনকে বাঁচানোই তাঁর জীবনের মূল ব্রত। রায়মঙ্গল, কালিন্দী, বিদ্যাধরী নদীর তীরে ম্যানগ্রোভের চারা রোপণ শুরু করেন তিনি। তাঁর কাজে উদ্বুদ্ধ হয়ে স্থানীয়রাও তাঁর সাথে এই কাজে যোগ দেন। এই মুহূর্তে তিনি এলাকার যুবক ও মহিলাদের নিয়ে একটি সংস্থা গঠন করেছেন। যা সুন্দরবনের ম্যানগ্রোভ এলাকার উন্নতি করার কাজ করে।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের মহিলারা ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করেন এবং নার্সারি ব্যাগে জমা করে তাদের দিন শুরু করেন। তাদের এই সময়োপযোগী পদক্ষেপ প্রকৃতির রোষ থেকে বাঁচতে সাহায্য করে। অনিমেষবাবু ইতিমধ্যে এক লক্ষাধিক ম্যানগ্রোভ চারাগাছ সুন্দরবন এলাকার নদীর খাড়িতে রোপন করেছেন। মূলত সুন্দরবনের নদী বাঁধ রক্ষা ও বনাঞ্চলকে আরো গভীর করে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। আগামীতে তিন লক্ষ ম্যানগ্রোভ রোপনের লক্ষ্যমাত্রা নিয়েছেন বলে তিনি জানান।
জুলফিকার মোল্লা