মানসিক ভারসাম্যহীন ও বিশেষভাবে সক্ষমদের নিয়ে প্রজাতন্ত্র দিবস পালিত হয় রবিবার। এই স্বেচ্ছাসেবী সংস্থা ২০১৮ সাল থেকে পথ চলা শুরু করে পুরুলিয়া শহরে। পুরুলিয়া-সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে রোগীরা এই আশ্রমে থাকেন। বর্তমানে ১৮১ জন রোগীর এই আচরণ নাচ-গান নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনের এই অনুষ্ঠান চলে। এই সমস্ত মানুষেরা এই দিন আনন্দে মেতে ওঠেন।
advertisement
আরও পড়ুন: ধৃত বাংলাদেশির সঙ্গে মিলছে না আঙুলের ছাপ! সেই রাতে তবে সইফের উপর কে হামলা চালাল?
একেবারেই অভিনব কায়দায় তারা পালন করেন প্রজাতন্ত্র দিবস। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুজিত সুলতনিয়া বলেন, তারা নিজে উদ্যোগে এই আশ্রম চালাচ্ছেন। কমবেশি প্রায় প্রতিটি অনুষ্ঠান এই আশ্রমে হয়ে থাকে। সেখানে ব্যাতিক্রম নয় ২৬ জানুয়ারি। এই দিন এই আশ্রমের আবাসিকরা একেবারেই অন্যরকম মেজাজের আনন্দ করেন।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে মারাত্মক কাণ্ড, আত্মঘাতী এক যাত্রী! কে তিনি জানেন?
এখানে যারা থাকেন তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। অনেকেই সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকেও বেশ কিছু মানুষের সহযোগিতায় এই আশ্রম চালান তিনি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি এই আবাসিকের বাসিন্দারা। তাদের কথার মধ্যেই তাদের আনন্দের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। স্বাধীনতা সকলের। সেখানে পিছিয়ে নেই কেউ। তাই ৭৬ তম এই প্রজাতন্ত্র দিবসে এই অভিনব কায়দায় সাধারণতন্ত্র দিবস পালন করল পুরুলিয়া এই স্বেচ্ছাসেবী সংগঠনের আবাসিকরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি