পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। গলসি থেকে মেমারি পর্যন্ত রাস্তায় শতাধিক গর্ত খানাখন্দ তৈরি হয়েছে বলে জানিয়েছিলেন অনেকেই। রাস্তা অনেক জায়গায় খারাপ হয়ে যাওয়ায় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষের গোচরে আনা হয়েছিল। দুই-একদিনের মধ্যেই কাজ শুরু করার আশ্বাস দিয়েছিল জাতীয় সড়ক দেখভালকারী সংস্থা। বুধবার থেকে সেই সংস্কারের কাজ শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যেই যেখানে যা সমস্যা রয়েছে তা সারিয়ে তোলা যাবে বলে আশা করা হচ্ছ।
advertisement
জেলার বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়কে বরাবরই দ্রুতগতিতে ছোটে বাস ট্রাক বা চারচাকা গাড়ি। সেখানে ছোট গর্ত থাকলেও তা গাড়ির গতির কারণে বড় সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে। সাধারণত রাস্তার কোথাও কোনও অংশ বেহাল হয়ে গেলে দ্রুত তা সারিয়ে তোলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু ইদানিং সেই তৎপরতায় বেশ কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষত গলসি থেকে বর্ধমান যাওয়ার লেনে এবং বর্ধমানের উল্লাস থেকে মেমারি পর্যন্ত রাস্তায় বেশ কিছু খানাখন্দ তৈরি হয়েছিল। তার ফলে গাড়ি যাতায়াত সমস্যা হচ্ছিল। ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। অবশেষে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেইসব গর্ত খানাখন্দে তাপ্তি দেওয়ার কাজ শুরু করায় খুশি গাড়ি চালকরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গলসি থেকে মেমারি মধ্যে একশো সতেরোটি জায়গায় গর্ত চিহ্নিত করা হয়েছিল।সেই সব গর্ত দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো কাজ চলছে।
Saradindu Ghosh