TRENDING:

চাকরি পাওয়ার জন্য রেণুর কব্জি কাটে স্বামী, সেই মামলায় তিন জনের জামিন মঞ্জুর

Last Updated:

ঘটনার পুনর্নির্মাণের সময় শের মহম্মদ স্ত্রীর কব্জি কাটার ঘটনায় আফসোস করে বলেন, ''অনুশোচনা হচ্ছে, তবে রেণু বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলেই তার উপর এই আক্রমণ করেছিলাম।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া: কেতুগ্রামে স্ত্রীর কব্জি কাটা কাণ্ডে ধৃত ভাড়াটে দুষ্কৃতী-সহ তিনজনের জামিন মঞ্জুর করল কাটোয়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুকুমার সুত্রধর।  রেণু খাতুনের কব্জি কাটার ঘটনায় ভাড়াটে দুষ্কৃতী আসরাফ আলি সেখ ও হাবিবুর রহমান  এবং প্রধান অভিযুক্ত শের মহম্মদের তুতো ভাই চাঁদ মহম্মদের ৮৪ দিন পর জামিন মঞ্জুর হল।
advertisement

জামিনপ্রাপ্ত তিনজনের বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম। প্রধান অভিযুক্ত  স্বামী শের মহম্মদ জামিন পায়নি। সরকারি চাকরি পাওয়া  স্ত্রী রেণু খাতুনকে  চাকরিতে যোগ দিতে না দেওয়ার পরিকল্পনা করে ৪ জুন গভীর রাতে কোজলসা গ্রামে নিজের বাড়িতে স্বামী শের মহম্মদ তুতো ভাইয়ের সাহায্যে ভাড়াটে দুই দুষ্কৃতীকে ডেকে রেণুর ডান হাতের কব্জি কেটে নিয়েছিল। এই ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন উঠেছিল।

advertisement

আরও  পড়ুন: 'চাকরিতে আপত্তি নয়, পরকীয়ার জন্য রেণুর হাত কেটেছি', ভোল বদল শের মহম্মদের

নার্সের চাকরির প্যানেল লিস্টে রেণু খাতুনের নাম থাকায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেণুর নিয়োগপত্র জেলা স্বাস্থ্যকর্তা প্রণব রায়  দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমে গিয়ে তার হাতে তুলে দেয়। পরে রেণু সুস্থ হয়ে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে চাকরিতে যোগ দেন।

advertisement

রেণু খাতুন এখন পূর্ব বর্ধমান জেলার কুরমুন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করছেন। স্ত্রী সরকারি চাকরি পেলে আর স্বামী শের মহম্মদকে দেখবে না এই আতঙ্কে রেণুকে শিক্ষা দিতে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছিল শের মহম্মদ। যদিও ঘটনার পুনর্নির্মাণের সময় শের মহম্মদ স্ত্রীর কব্জি কাটার ঘটনায় আফসোস করে বলেন, ''অনুশোচনা হচ্ছে, তবে রেণু বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলেই তার উপর এই আক্রমণ করেছিলাম।''

advertisement

আরও  পড়ুন: ফের নতুন জায়গায় কাজে যোগ দিলেন রেনু খাতুন, একদিনেই আবারও বদলি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রেণু তাঁর স্বামীর কথাকে আমল না দিয়েই বলেন, ''ও এখন  নিজেকে বাঁচবার জন্যই এইসব মনগড়া কথা বলছে।'' আইনজীবী ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন,  পুলিশের পেশ করা মামলার নথিতে একাধিক তথ্যে অসঙ্গতি পেয়ে বিচারক আজ জামিনের আবেদন মঞ্জুর করেন। ৪০ হাজার টাকার বন্ডে কেতুগ্রাম থানার তদন্তকারী আধিকারিকের ডাকে হাজির হতে হবে এই শর্তে  অতিরিক্ত জেলা দায়রা বিচারক তিনজনকে  জামিন দিয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাকরি পাওয়ার জন্য রেণুর কব্জি কাটে স্বামী, সেই মামলায় তিন জনের জামিন মঞ্জুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল