TRENDING:

Independence Day 2024: স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত হাওড়ার  বিশেষভাবে সক্ষম সাঁতারু রিমো 

Last Updated:

Independence Day 2024: এবার ৭৮তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত ভারতের প্যারা সুইমার রিমো সাহা| যিনি ইতিমধ্যে দুবার ইংলিশ চ্যালেন অতিক্রম করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: এবার ৭৮তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত ভারতের প্যারা সুইমার রিমো সাহা। যিনি ইতিমধ্যে দুবার ইংলিশ চ্যালেন অতিক্রম করেছেন। একদিকে শারীরিক প্রতিবন্ধকতা অন্যদিকে আর্থিক সমস্যা। সমস্ত বেড়াজালকে ছিন্ন করে নিজের লক্ষ্যে এগিয়ে গিয়েছেন রিমো।
advertisement

হাওড়ার ৩৪ বছর বয়সী প্যারা-সাঁতারু রিমো সাহা ইংলিশ চ্যানেল দুটি পথ অতিক্রম করার সময় ইতিহাস রচনা করেছিলেন। প্রথম বাঙালি যিনি তার প্রথম প্রচেষ্টায় দুইভাবে ইংলিশ চ্যানেলে প্রবেশ করেন। রিমো ছিলেন ছয় সদস্যের ভারতীয় প্যারা সাঁতার দলের একজন। তিনিই প্রথম এশিয়ান যিনি ৭০ কিলোমিটার সাঁতার ৩১ ঘন্টা ৪৯ মিনিটে সম্পূর্ণ করেছেন।

advertisement

এবার স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তের সাক্ষী হতে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ পেলেন রিমো সাহা। পাঁচটি স্বতন্ত্র জাতীয় রেকর্ড রয়েছে তাঁর দখলে। জাতীয় স্তরে ৫২ টি সোনা,৩৮ টি রুপো এবং ২০ টি ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি ২০১০ এ দিল্লি কমনওয়েলথ গেমস এবং ২০১০ এ চায়না প্যারা এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন।

advertisement

এছাড়াও তিনি দুবার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। ২০০৯ সালের বিশ্ব গেমসে তার বিভাগে রুপো জিতেছিলেন রিমো। ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত রিমো সাহাকে ডাক্তাররা সাঁতারকে ব্যায়ামের একটি ফর্ম হিসাবে গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে যা খেলাধুলায় তার অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখতে সাহায্য করছে।

View More

আরও পড়ুনঃ GK: নেই কোনও জাতীয় পশু! এমন দেশের নাম বলুন তো দেখি, উত্তর দিতে হোঁচট খাচ্ছেন অনেকেই

advertisement

রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত রিমো বলেন,”এই বিশেষ দিনে সরকার থেকে আমি রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ পেয়ে সত্যিই গর্বিত।” তিনি আশা করেন কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই যেন তাঁদের মতো প্যারা-সাঁতারুদের উৎসাহিত করবে |

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2024: স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত হাওড়ার  বিশেষভাবে সক্ষম সাঁতারু রিমো 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল