TRENDING:

পোষা পায়রা ধরে রান্না করে খেয়ে নিল ভাই, প্রতিবাদ করায় দাদা-বৌদিকে মারধর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যানিং: পায়রা ধরে খেয়ে নেওয়ার প্রতিবাদ করায় দাদা ও বৌদিকে মারধোর করার অভিযোগ খুঁড়তুতো ভাইদের বিরুদ্ধে । আহত উভয় পক্ষের দুই মহিলাসহ চার জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর রেদখালি গ্রামে।
advertisement

অভিযোগ, গতকাল দুপুরে ও সন্ধ্যার সময় দাদা কোমল মন্ডলের পোষা পায়রা খুঁড়তুতো ভাই অশোক মন্ডল ও সুশান্ত ও নেপালরা ধরে রান্না করে খেয়ে নেয়। তখন বৌদি প্রতিমা মন্ডল এই ঘটনার প্রতিবাদ করলে রাত্রে অভিযুক্তরা মদ্যপ অবস্থায় বাড়িতে চড়াও হয়ে দাদা ও বৌদিকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। যদিও পায়রা ধরে রান্না করে খাওয়ার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার অভিযুক্তদের মায়ের। ক্যানিং থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে ক্যানিং থানার পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পোষা পায়রা ধরে রান্না করে খেয়ে নিল ভাই, প্রতিবাদ করায় দাদা-বৌদিকে মারধর