শুক্রবার ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ। অন্য এক আবাসিককেও মারধোর করে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে মদনের মা ও দিদি নেশামুক্তি কেন্দ্রে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মদনবাবুর মৃত্যু হয়।
advertisement
সূত্রের খবর, মৃত মদন রানা প্রতারনার অভিযোগে আগে গ্রেফতার হয়েছিলেন। তিনি নিজেও নেশা করতেন। বছর পাঁচেক আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন।
ঘটনাস্থলের ছবি
মদনের দিদি নন্দিতা ভারমা বলেন, ‘পৌনে সাতটা নাগাদ খবর পাই ভাইকে মারধর করা হয়েছে। তারপর সেন্টারে এসে আমরা দেখি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে ভাই। তখনই আমার ভাইয়ের শ্বাস চলছিল। মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল’।
আরও পড়ুনঃ পথকুকুরদের খেতে দেওয়ায় বাধা! গালিগালাজ, প্রাণনাশের হুমকি! থানার দারস্থ পশুপ্রেমী ভাই-বোন
জানা জাচ্ছ, টাইম টু চেঞ্জ নামের ওই নেশামুক্তি কেন্দ্রে ২০-২২ জন আবাসিক ছিল। এই ঘটনার পর তারা বেশিরভাগই পালিয়ে গিয়েছে ট্রেন ধরে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চেয়েছিল। তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন। তাই নিয়ে বচসা হয়। আজ ভোরে রান্না ঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘড়িয়া এলাকায়। তাদের গ্রেফতার করতে তৎপর হয়েছে পুলিশ।