TRENDING:

Recycling Process: পুজোর ব্যবহৃত ফুল-বেলপাতা থেকে তৈরি হবে ধূপ-আবির! বেনারসের আদলেই কাজ শুরু বসিরহাটে

Last Updated:

Recycling in Basirhat: ওয়ার্ড বাসিন্দারা পূজার ফুল-সহ বিভিন্ন সামগ্রী পুকুরে ফেলত। তা থেকে পুকুরের জল দূষিত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হত। সেই সামগ্রীগুলি সংগ্রহ করে নিয়ে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: বেনারসের আদলে পুজোর ব্যবহৃত ফুল-বেলপাতা থেকে তৈরি হবে ধূপ, আবির। বাড়ির সামনে ঘণ্টা বাজলেই পুজো করা ফুল বেলপাতা ডাস্টবিনে ভরছে নির্মল বাংলার বন্ধুরা। অভিনব উদ্যোগ বসিরহাট পৌরসভার। বজ্য পদার্থ থেকে তৈরি হচ্ছে ধূপ, আবিরের মতো পুজোর সামগ্রী।
advertisement

উত্তর ২৪ পরগনা বসিরহাট পৌরসভা ২৩টা ওয়ার্ডে কঠিন বর্জ্য পদার্থ প্রসেসিং করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে নির্মল বন্ধু বাংলার কর্মীরা। এর সঙ্গে যুক্ত হয়ে তাঁরা স্বনির্ভর হয়েছেন। একদিকে তাঁদের রুজি রোজগারের সংস্থান, অন্যদিকে নিজের পায়ে দাঁড়িয়ে ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রয়াস কর্মযজ্ঞের মধ্য দিয়ে।

আরও পড়ুন: অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ! বাড়িতে ডেকে ঘরবন্দি করে হেনস্থা অভিনেত্রীকে

advertisement

ইতিমধ্যে বসিরহাট পৌরসভা দিল্লি থেকে শিরোপা অর্জন করেছে। এবার ২৩টা ওয়ার্ডে নির্মল বাংলার বন্ধুরা প্রতিটা বাড়ির সামনে গিয়ে ঘণ্টা বাজাবে আর তখনই ওয়ার্ড বাসিরা পূজার্চনার ফুল, বেলপাতা, মালা-সহ পূজার সামগ্রী বস্তু সেগুলো ডাস্টবিনে ফেলবে। সেগুলি নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় প্রক্রিয়াকরণ করে ধূপ-সহ বিভিন্ন রঙের আবির এবং বিভিন্ন পূজার দ্রব্য আবার নতুন করে তৈরি করা হবে। এজন্য বসিরহাট পৌরসভার টাউনহলে সরকারি প্রতিনিধিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানে রূপরেখা তৈরি হয়েছে। ইতিমধ্যে বাড়ির কঠিন বর্জ্য পদার্থগুলি দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি হচ্ছে।

advertisement

View More

এবার নতুন সংযোজন হল, পূজার্চনার সামগ্রী দিয়ে বিভিন্ন প্রতিমা ও সামাজিক কাজে ব্যবহার করার জিনিস তৈরি হবে। বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী বলেন, ”আমরা কঠিন বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন সামগ্রী তৈরি করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি। এবার নতুন করে আমরা পুজোর ফেলে দেওয়া বস্তু দিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি। ওয়ার্ড বাসিন্দারা পূজার ফুল-সহ বিভিন্ন সামগ্রী পুকুরে ফেলত। তা থেকে পুকুরের জল দূষিত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হত। সেই সামগ্রীগুলি সংগ্রহ করে নিয়ে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। আগামী দিনে এই উদ্যোগ সঠিকভাবেই দিশা দেখাবে নতুন কর্মসংস্থানের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Recycling Process: পুজোর ব্যবহৃত ফুল-বেলপাতা থেকে তৈরি হবে ধূপ-আবির! বেনারসের আদলেই কাজ শুরু বসিরহাটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল