মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আর্থিক প্রতারিতর ক্ষেত্রে এখন পর্যন্ত ১৩২ টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪৮ জনকে। উদ্ধার হওয়া টাকা ২ কোটির ও বেশি। এছাড়াও ল্যাপটপ, ডেস্কটপ, এটিএম কার্ড, ব্যাঙ্ক একাউন্ট বন্ধ, পাসবুক উদ্ধার হয়েছে।
advertisement
পুলিশ জানিয়েছে, আপনার যদি টাকা প্রতারণা হয় তড়িঘড়ি এই কাজ করুন। আপনিও ফিরে পাবেন টাকা। সুরক্ষিত থাকবেন আপনি এবং আপনার মোবাইল ফোন। তবে আপনার টাকা প্রতারিত হলেই মেনে চলুন বেশ কিছু পদক্ষেপ ।
এক্ষেত্রে প্রথম এবং প্রধান কর্তব্যই হল চুপ করে বসে না থাকা। নিজের ভুলের জন্যই আমরা মূলত অনলাইন প্রতারণার শিকার হয়ে থাকি, কিন্তু তার জন্য লজ্জা পেলে চলবে না, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্ক হতে হবে। পদক্ষেপও এই মর্মে হবে দ্রুত। যত দেরি হবে, টাকা ফেরত আসার সম্ভাবনা কিন্তু তত ক্ষীণ হতে থাকবে। একটু কষ্ট করে স্থানীয় পুলিশ স্টেশন এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চে ঘটনার অভিযোগ দায়ের করা। পুলিশে এটা প্রতারণার অভিযোগ হিসাবে দায়ের করতে হবে। পুলিশ স্টেশনে এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চে সশরীরে যাওয়া যদি অসুবিধার হয়, সেক্ষেত্রে অনলাইনেও অভিযোগ দায়ের করার সুবিধা নাগরিকদের দিচ্ছে ভারত সরকার। অনলাইনে প্রতারণার অভিযোগ জানাতে যেতে হবে এই ওয়েবসাইটের- https://www.cybercrime.gov.in/৷
Kaushik Adhikary





