TRENDING:

ভোটের রায়ে তৃণমূলের নৈতিক পরাজয় হয়েছে : অধীর চৌধুরী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: পঞ্চায়েতের নির্বাচনের সবুজ ঝড় ৷ তৃণমূলের দাপটে এক্কেবারে কোণঠাসা হয়ে গিয়েছে অন্যান্য দলগুলো ৷ বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ স্থানে তৃণমূল ও কংগ্রেস ৷ অন্যদিকে, ত্ণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা নির্দলের টিকিটে ভোটযুদ্ধে নেমে পড়েছিল ৷ আর উল্লেখযোগ্য বিভিন্ন জেলার বেশ কয়েকটি আসন দখল করে নিয়েছে ‘নির্দলেরা’ ৷
advertisement

একই ছবি মুর্শিদাবাদেও ৷ একটা সময়ে মুর্শিদাবাদের মুকুটহীন সম্রাট ছিলেন অধীর চৌধুরী। সেই অধীরগড়েই আজ দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কংগ্রেসকে। ঘাসফুলের দাপটে কার্যত নিশ্চিহ্ন অধীরের দল। ভোট যে শান্তিপূর্ণ হয়নি এই অভিযোগ আগেই তুলেছিলেন অধীরবাবু ৷ তোপ দেগেছিলেন, কমিশনর বিরুদ্ধেও ৷ এদিন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের তিনি বলেন, ‘‘পুলিশ আর সরকারের মিলিত ষড়যন্ত্রে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি ৷ ’’ এমনকী রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের কর্মীরা মনোনয়ন জমা দিতে পারছেন না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি ৷ কংগ্রেস যাতে অংশ নিতে না পারে, সেই ষড়যন্ত্র করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

এদিন ভোটের রায় প্রকাশের পর তিনি আরও বলেন, ‘‘জনগণের রায়ে তৃণমূলের নৈতিক পরাজয় হয়েছে ৷’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটের রায়ে তৃণমূলের নৈতিক পরাজয় হয়েছে : অধীর চৌধুরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল