রথের মেলার সঙ্গে চারাগাছ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। প্রায় অধিকাংশ রথের মেলায় চারা গাছ বিক্রি হতে দেখা যায়। এই বর্ষার মরশুমে গাছ বসানোর আদর্শ সময়। তাই আষাঢ়ে রথের মেলায় সব কিছুর সঙ্গে চারা গাছ বিক্রি হয় দারুণ ভাবে। গাছ বিক্রি হওয়ার ধুম লেগে যায় মহিয়াড়ি রথে। বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা হাজির এখানে। বহু বিক্রেতাই এই মেলায় বংশ-পরম্পরায় আসেন। অনেকেই আবার ২০-৩০ বছর মেলায় আসছেন গাছ নিয়ে।
advertisement
যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে বাহারি গাছ অধিকাংশ বিক্রেতার কাছে। এই সমস্ত গাছ নিতে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বেশ আগ্রহ। এক-একটি স্টলে ৫০ থেকে ১০০ রকম সব মিলিয়ে কয়েক হাজার গাছ রয়েছে। ক্রেতারাও মেলায় এসে গাছ নিতে দারুণ আগ্রহ দেখাচ্ছেন।
এ প্রসঙ্গে ক্রেতা জানান, মেলায় গাছ কেনার রেওয়াজ শৈশব থেকে। এই মেলায় বিভিন্ন রকম ও নানা রকমের গাছ পাওয়া যায়। মেলায় একটু দরদাম করে গাছ কেনা যায়। তাই গাছ কিনতে হলে এই মেলার জন্যই অপেক্ষা করেন অনেকে। বিক্রেতারা জানান, গাছ বিক্রির বড় বাজার এই মেলা। তাই বিভিন্ন জেলা থেকে হাজির হন বিক্রেতারা।