TRENDING:

Rathyatra 2025: হাজার হাজারের রকমারি সম্ভার, ৩০০ বছরের প্রাচীন রথের মেলা পরিচিত গাছমেলা নামে

Last Updated:

Rathyatra 2025:রাস্তার দুই পাশেই বাহারি গাছের সম্ভার। গাছের টানেই বহু মানুষ এই মেলায় এসে হাজির হয়। অনেকেই মেলায় এসে গাছ নিয়ে বাড়ি যান। যে কারণে এই রথের মেলা মানুষের কাছে গাছ মেলা হিসেবে পরিচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: হাওড়ার গাছ মেলা! মহিয়াড়ি রথ মানে বিশাল এলাকা জুড়ে মেলার পশরা। প্রায় ৩০০ বছরের প্রাচীন বলে পরিচিত কুন্ডু চৌধুরী বাড়ির রথ। এই রথের মেলার বড় অংশ জুড়ে বিক্রি হয় গাছ। আম জাম কাঁঠাল নারকেল পেয়ারা জবা টগর বেল গোলাপ ও ইনডোর আউটডোর-সহ নানা বাহারি গাছও রয়েছে। রাস্তার দুই পাশেই বাহারি গাছের সম্ভার। গাছের টানেই বহু মানুষ এই মেলায় এসে হাজির হয়। অনেকেই মেলায় এসে গাছ নিয়ে বাড়ি যান। যে কারণে এই রথের মেলা মানুষের কাছে গাছ মেলা হিসেবে পরিচিত।
advertisement

রথের মেলার সঙ্গে চারাগাছ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। প্রায় অধিকাংশ রথের মেলায় চারা গাছ বিক্রি হতে দেখা যায়। এই বর্ষার মরশুমে গাছ বসানোর আদর্শ সময়। তাই আষাঢ়ে রথের মেলায় সব কিছুর সঙ্গে চারা গাছ বিক্রি হয় দারুণ ভাবে। গাছ বিক্রি হওয়ার ধুম লেগে যায় মহিয়াড়ি রথে। বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা হাজির এখানে। বহু বিক্রেতাই এই মেলায় বংশ-পরম্পরায় আসেন। অনেকেই আবার ২০-৩০ বছর মেলায় আসছেন গাছ নিয়ে।

advertisement

যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে বাহারি গাছ অধিকাংশ বিক্রেতার কাছে। এই সমস্ত গাছ নিতে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বেশ আগ্রহ। এক-একটি স্টলে ৫০ থেকে ১০০ রকম সব মিলিয়ে কয়েক হাজার গাছ রয়েছে। ক্রেতারাও মেলায় এসে গাছ নিতে দারুণ আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুন : আজ রথযাত্রায় জগন্নাথদেবকে বিশেষ মালা নিবেদন করুন! লাল-হলুদ কাপড় দিয়ে ছোট্ট কাজ! অভাব দূর হয়ে ভাসবেন টাকার বন্যায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

এ প্রসঙ্গে ক্রেতা জানান, মেলায় গাছ কেনার রেওয়াজ শৈশব থেকে। এই মেলায় বিভিন্ন রকম ও নানা রকমের গাছ পাওয়া যায়। মেলায় একটু দরদাম করে গাছ কেনা যায়। তাই গাছ কিনতে হলে এই মেলার জন্যই অপেক্ষা করেন অনেকে। বিক্রেতারা জানান, গাছ বিক্রির বড় বাজার এই মেলা। তাই বিভিন্ন জেলা থেকে হাজির হন বিক্রেতারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rathyatra 2025: হাজার হাজারের রকমারি সম্ভার, ৩০০ বছরের প্রাচীন রথের মেলা পরিচিত গাছমেলা নামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল