রথযাত্রার সঙ্গে যেমন পাঁপড়, জিলিপি খাওয়ার আনন্দ মিশে থাকে, তেমনই বাংলার বহু অঞ্চলে রথের দিন গাছ লাগানোর ঐতিহ্য দীর্ঘদিনের। তবে সাজগোজের জিনিস আর খাবারের স্টলের ভিড়ে গাছ কেনার প্রবণতা কিছুটা হারিয়ে যাচ্ছিল। এ বছর ভিন্ন ছবি দেখা যাচ্ছে, যা বুঝিয়ে দিচ্ছে মানুষ ব্যক্তিগত স্তরেই পরিবেশ রক্ষার গুরুত্ব বুঝতে শুরু করেছেন। হয়তো লাগাতার তাপপ্রবাহ, জলাভাবের মতো সমস্যাগুলি মানুষের চোখ খুলে দিয়েছে। টাকি রোডের দু’পাশে বসা রথের মেলায় এবার গাছ বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে পেরেছে ক্রেতাদের ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন বিক্রেতারা এসেছেন, তেমনি ভিন জেলা থেকেও বহু বিক্রেতাকে দেখা যাচ্ছে মেলায় চারা নিয়ে বসতে।
advertisement
কেউ নিয়ে যাচ্ছেন মাধবীলতা, কেউ জামরুল বা আমের চারা, কেউ আবার টবে লাগাবেন বলে গন্ধরাজের মতো ফুলের গাছ। এই ছোট ছোট উদ্যোগগুলোই বড় পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের শহর ও পরিবেশকে। পরিবেশ রক্ষার জন্য বড় কোনও প্রচার নয়, বরং ব্যক্তিগত উদ্যোগই হতে পারে আসল পরিবর্তনের হাতিয়ার। বসিরহাটের রথের মেলায় বেড়ে ওঠা এই চারা গাছের বিক্রিই যেন সেই আশার গল্প শোনাচ্ছে।