TRENDING:

Rathayatra of Mahesh: কড়া নিরাপত্তার ব্যবস্থা মাহেশের রথ ঘিরে, সকাল থেকেই ব্যাপক জনসমাগম

Last Updated:

Rathayatra of Mahesh: পুরীর আদলে এবার ধ্বজা ওড়ানো হবে মাহেশের জগন্নাথ মন্দিরেও। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: মাহেশের সুপ্রাচীন রথ দেখতে সকাল থেকেই ভক্ত সমাগম মাহেশ জুড়ে। দীর্ঘ দু'বছর পরে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়বে। আর তা ঘিরেই সকাল থেকে শুরু পুজার্চনা। যে রথ জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে তা তৈরি করেছিল মার্টিন বার্ন কোম্পানি (Rathayatra of Mahesh)।
কড়া নিরাপত্তার ব্যবস্থা মাহেশের রথ ঘিরে, সকাল থেকেই ব্যাপক জনসমাগম
কড়া নিরাপত্তার ব্যবস্থা মাহেশের রথ ঘিরে, সকাল থেকেই ব্যাপক জনসমাগম
advertisement

লোহার কাঠামোয় কাঠের এই রথ তৈরিতে খরচ পড়েছে ২০ লক্ষ টাকা। এই রথের উচ্চতা ৫০ ফুট, ওজন ১২৫ টন। এই রথে ১২'টি লোহার চাকা আছে। প্রতিটির বেড় হল ১ ফুট করে।রথের একতলায় চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা, তৃতীয় তলে রামলীলা চিত্রিত করা আছে। চার তলায় বসানো হবে বিগ্রহদের। এই রথ চালু করা হয় ১৮৮৫ সালে। আজও সেই রথ নানা ইতিহাস, নানা ঐতিহ্য বহন করে চলে আসছে। প্রতি বছর রথের আগে রথের কাঠ বদলাতে হয়৷ এর জন্য খরচ পড়ে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। এতদিন শ্যামবাজারের বসু পরিবার এই খরচ বহন করত৷ বর্তমানে এই খরচ দেখভাল করবে রথ সংষ্কার কমিটি।

advertisement

আরও পড়ুন- মাহেশে এবার অনলাইনে দেওয়া যাবে পুজো, মিলবে ভোগ প্রসাদ

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

গোটা বছর জুড়ে তারা এই রথ রক্ষাণাবেক্ষণের বিষয়টি দেখে আসবেন। মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারদের পরামর্শ মেনেই রথের কাঠ বদলানো হয়েছে ৷ রোদ-জল থেকে যাতে রথের ক্ষতি না হয়, তাই শেড তৈরি করা হচ্ছে। এর আগে একটা ছাউনি তৈরি করা হয়েছিল। তবে তা স্থায়ী হয়নি। এবার পাকাপোক্ত ছাউনি তৈরি করা হবে। পিয়াল অধিকারী জানিয়েছেন, এবার রথের সামনে দুটি ঘোড়া থাকে, তার একটির পা ভেঙে গিয়েছিল। সেটা সারানো হয়েছে। এছাড়া কাঠ বদল করা হয়েছে। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। অন্যদিকে রথযাত্রা উপলক্ষ্যে এবার পুরীর আদলে মাহেশ জগন্নাথ মন্দিরেও ধ্বজা লাগানো হবে৷ যারা এই প্রক্রিয়ায় অংশ নিতে চান তাদের নাম নেওয়া হচ্ছে অন লাইনে। ড্রোনের মাধ্যমেও এবার নজরদারি চালানো হবে মাহেশের রথযাত্রায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rathayatra of Mahesh: কড়া নিরাপত্তার ব্যবস্থা মাহেশের রথ ঘিরে, সকাল থেকেই ব্যাপক জনসমাগম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল