বেশ কিছু বছর যাবৎ রথযাত্রা শুরু হয়েছে হুগলির ডানকুনিতে। যেখানে জগন্নাথ দেবকে রথে বসিয়ে ডানকুনি রথতলা থেকে কালিপুর পর্যন্ত রথযাত্রা হয়। টি এন মুখার্জি রোড ধরে কালিপুরের দিকে যাওয়ার পথে ডানকুনি পুরসভার কাছে ঘটে বিপত্তি। রাস্তার উপরে বিদ্যুৎ এর তারে লেগে ভেঙে পড়ে রথের চূড়া। রথের পিছনে থাকা কয়েকজন ভক্ত আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে তিন জন মহিলা জসমিতা বিসয়ী, দমন্তি সিং, কল্পনা ঠাকুরের চোট গুরতর। এক মহিলার মাথা ফাটে এক মহিলা কোমরে আঘাত পান আর একজনের সেলাই পড়ে।
advertisement
আরও পড়ুন: ৬২৯ বছরের পুরাতন, শ্রীরামপুর মাহেশের রথযাত্রা ঘিরে উৎসবের মেজাজ!
এই বিষয়ে রথযাত্রার এক উদ্যোক্তা তিনি জানান, এই বছর অন্য বছর তুলনায় ভিড় বেশি ছিল। সেই ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষদের। সেই সময় একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে আহত মহিলা স্বামী ধর্মেন্দ্র ঠাকুর বলেন, তার বউ ও পাড়ার লোকজনরা রথযাত্রা দেখতে গিয়েছিল। তারা রথের সঙ্গে সঙ্গেই রথের পিছনে যাচ্ছিল। একটা কারেন্টের তারে লেগে রথের চূড়া ভেঙে পড়ে তাদের গায়ে। তার স্ত্রীয়ের মাথা ফেটেছে গুরুতরকভাবে। আরও বেশ কয়েকজন আহত আছেন তারা হাসপাতালে ভর্তি।
রাহী হালদার