TRENDING:

Rath Yatra 2025: গোপীবল্লভপুরের শ্রীপাট রথ উৎসব যেন এক টুকরো পুরী, মায়াপুর! ৪০০ বছরের রোমহর্ষক ইতিহাস জানুন

Last Updated:

Rath Yatra 2025: ধুমধাম-আড়ম্বরে মাহেশের পরেই উঠে আসে গোপীবল্লভপুরের শ্রীপাট রথ উৎসবের নাম। রাজ্যের অন্যতম প্রাচীন এই রথযাত্রা। পুরী, মায়াপুর ছেড়ে এ বার গোপীবল্লভপুরে রথের দড়িতে টান দিতে চলে আসতেই পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: ধুমধাম-আড়ম্বরে মাহেশের পরেই উঠে আসে গোপীবল্লভপুরের শ্রীপাট রথ উৎসবের নাম। রাজ্যের অন্যতম প্রাচীন এই রথযাত্রা। পুরী, মায়াপুর ছেড়ে এ বার গোপীবল্লভপুরে রথের দড়িতে টান দিতে চলে আসতেই পারেন। গোপীবল্লভপুরে রথের দিনে রাধাগোবিন্দ জিউয়ের মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরামের তিনটি রথ বের হয়।
advertisement

১৬২৫ খিস্টাব্দে বৈষ্ণবাচার্য শামানন্দ ও তাঁর শিষ্য রসিকানন্দের উদ্যোগে গোপীবল্লভপুরে রথযাত্রার উৎসব শুরু হয়েছিল। এখন গোপীবল্লভপুরের মহান্ত কৃষ্ণকেশবানন্দ দেব গোস্বামীর উদ্যোগে রথযাত্রা পালিত হয় বৈষ্ণবক্ষেত্র শ্রীপাট গোপীবল্লভপুরে। ঐতিহ্যবাহী রথযাত্রাও চারশো বছরের পুরানো।

আরও পড়ুনঃ ৪০, ৫০, ৬০, ৭০ নাকি ৭৫, ৮০…! জানতে চান আর কত বছর বাঁচবেন আপনি? ঘরে বসেই জানুন ৩০ সেকেন্ডে, গবেষণায় চাঞ্চল্য

advertisement

স্থানীয় বাসিন্দাদের মধ্যে রথ নিয়ে আবেগও প্রবল। ১৬২৫ সালে প্রথম গোপীবল্লভপুরের রথযাত্রার এই উৎসব শুরু হয়। এবার, ৪০০ বছরে পদার্পণ এই ঐতিহ্যবাহী রথ উৎসবের। সকাল থেকেই মন্দিরে ভিড় ভক্তদের। মাহেশের রথের পর সর্বাধিক পুরানো রথ হলেও সেভাবে প্রচারে আসেনি। গোপীবল্লভপুর সীমান্ত এলাকায় অবস্থিত হওয়াতে বাংলা নয়, ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও কাতারে কাতারে মানুষ ফি-বছর এই উৎসবে যোগ দিতে আসেন।

advertisement

View More

আরও পড়ুনঃ বর্ষায় ভুলেও মুখে তুলবেন না এই ‘৫’ সবজি! পাকস্থলী, ব্রেনে পৌঁছে যাবে ফিতাকৃমি-সহ নানা কীট, বড় ক্ষতি করবে শরীরের

শোনা যায়, স্বপ্নাদেশ পেয়ে রসিকা নন্দপ্রভুর শিষ্য পুরীর রাজা গজপতি লাঙ্গুলা নৃসিংহদেব পুরীর জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবীমূর্তির নবকলেবরের সময় একই কাঠ দিয়ে গোপীবল্লভপুরের এই গোবিন্দ মন্দিরের বিগ্রহ নির্মাণ করান। জগন্নাথদেবের রথযাত্রা দেখতে এলাকার বাসিন্দাদের পক্ষে পুরী বা মায়াপুর যাওয়া সম্ভব হয়ে ওঠে না।

advertisement

সেই সাধপূরণ করছে এখানকার রথ, থাকে জাঁকজমকপূর্ণ আয়োজন৷ এই শোভাযাত্রাটি বাদ্যযন্ত্র, মন্ত্র পাঠ এবং ভক্তদের উল্লাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। রথযাত্রার আগে দেবতাদের রথে আরোহণের জন্য এক বিশেষ শোভাযাত্রা যা ভক্তি ও আনন্দের মধ্যে দিয়ে পালিত হয়।

তন্ময় নন্দী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2025: গোপীবল্লভপুরের শ্রীপাট রথ উৎসব যেন এক টুকরো পুরী, মায়াপুর! ৪০০ বছরের রোমহর্ষক ইতিহাস জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল