বাজারে এখন পাওয়া যাচ্ছে রঙবেরঙের রাসফুল। এই রাসফুল তৈরি করতে ব্যবহার করা হয় শোলা ও খবরের কাগজ। প্লাস্টিক অথবা কৃত্রিম উপদান খুব একটা ব্যবহার করা হয় না এই ফুল তৈরিতে। এর প্রধান কারণ হল, কৃত্রিম উপাদান অথবা প্লাস্টিক ব্যবহার করতে খরচ একটু বেশি হয়। সেখানে শোলা ও খবরের কাগজ ব্যবহারে খরচ অনেক কম। এছাড়াও সাধারণ মানুষজন শোলার ফুল পুজোর কাজে ব্যবহার করেন। সেজন্য এখনও এই রাসফুল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। ফলে এটি জৈব ভঙ্গুর (বায়োডিগ্রেডেবল)।
advertisement
এই ফুল এখন বাজারে ১৫ থেকে ২০ টাকায় মিলছে। বেশি দামের ফুলও রয়েছে। এ নিয়ে শান্তি মন্ডল নামের এক বিক্রেতা জানিয়েছেন, শোলার রাসফুলের চাহিদা থাকে বাজারে। এই রাসফুল শুধুমাত্র ব্যবহার করা হয় এই রাসপুজোতেই। ফলে সমস্ত ব্যবসায়ীরা এই শোলা ও কাগজের রাসফুল বিক্রি করেন। এই ফুলটিই আসল রাসফুল। এই কথার সঙ্গে একমত পঞ্চানন হালদার নামের এক ব্যবসায়ীও। তিনি জানিয়েছেন, তিনি নিজে রাসফুল তৈরি করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি দেখেছেন শোলার রাসফুলের চাহিদা রয়েছে। ফলে এই ফুল ভালই বিক্রি হয়। পুজোর জন্য এই রাসফুল অনেকটা কদম ফুলের আদলে তৈরি হয়। এই ফুলটি খুবই জনপ্রিয় বাজারে। এই ফুলের দাম কিছুটা বেড়েছে গতবছরের থেকে।





