TRENDING:

Raniganj News: যোশীমঠের অবস্থা হবে এ রাজ্যের রানিগঞ্জেও! মমতার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে আমজনতা

Last Updated:

Raniganj News: মৃত্যুর ঘটনা বেড়েছে বারে বারে অভিযোগ ইসিএল মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করার পর বালি ভরাট না করার ফলে খনি এলাকায় নামছে ধস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপক শর্মা: যোশীমঠের মত দুর্ঘটনা ঘটতে পারে আসানসোলের রানিগঞ্জেও। আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু বছর ধরেই আতঙ্কে দিন কাটাচ্ছে খনি এলাকার শহর আসানসোল। ধস, আগুনের ঘটনা নতুন নয় শিল্পাঞ্চলবাসীর কাছে। প্রায় খনি এলাকায় দেখা যায় এমনি দৃশ্য। কখনো বাড়িতে ফাটল বাবা কখনো ফাটল এই আতঙ্কে দিন কাটাচ্ছে খনি এলাকার বাসিন্দারা।
যোশীমঠের অবস্থা হবে রানিগঞ্জেরও!
যোশীমঠের অবস্থা হবে রানিগঞ্জেরও!
advertisement

মৃত্যুর ঘটনা বেড়েছে বারে বারে অভিযোগ ইসিএল মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করার পর বালি ভরাট না করার ফলে খনি এলাকায় নামছে ধস। এলাকার মানুষের পুনর্বাসনের দাবি তোলে ১৯৯৮ সালে কেন্দ্রীয় উত্তোলনকারী কয়লা সংস্থা ইসিএলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন তৎকালীন সাংসদ হারাধন রায়। যে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন: কে সেই প্রভাবশালী? কাঁথি টেন্ডার দুর্নীতিতে বিরাট মোড়! কোমর বেঁধে নামল সিবিআই

advertisement

২০০৪ সালে সুপ্রিম কোর্ট রায় দেয় ধাস কবলিত এলাকার মানুষকে পুনর্বাসন দিতে হবে। সেইমতো পুনর্বাসনে কাজ শুরু করা হয়। তৈরি করা হয় রানিগঞ্জ ঝরিয়া অ্যাকশন প্ল্যান। বরাদ্দ করা হয় ঝরিয়া মাস্টারপ্ল্যানের জন্য ১০ হাজার কোটি ওর রানীগঞ্জ মাস্টারপ্ল্যানের জন্য ২৬০০ কোটি। কথা হয় অর্থ দেবে ইসিএল আর বাড়ি নির্মাণ করবে রাজ্য সরকার। পরে বাড়ি নির্মাণের কাজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কে দেওয়া হয়। ধস প্রবণ এলাকার পরিবার কে চিহ্নিত করা হয়। বিতরণ করা হয় আইডি কার্ড। নির্মাণ করা শুরু হয় আবাসন।

advertisement

আরও পড়ুন: প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর'! এবার শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পর্ষদের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু বছরের পর বছর ঘুরলেও এখনও আবাসন হাতে পায়নি ধস প্রবণ এলাকার মানুষরা। তাই আতঙ্কে দিন কাটাচ্ছে ধ্বস প্রবণ এলাকার বাসিন্দারা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশঙ্কায় আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে খনি এলাকার বাসিন্দারা। যদিও বিরোধী দলের নেতারা রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raniganj News: যোশীমঠের অবস্থা হবে এ রাজ্যের রানিগঞ্জেও! মমতার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে আমজনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল