সাধারণের জন্য জেনারেল কামরা রয়েছে। প্রথম শ্রেণির কোচের আরামদায়ক বসার ব্যবস্থা-সহ সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা, মোবাইল চার্জিং-সহ রয়েছে একাধিক সুবিধা। এমনকি বসার সিটগুলিও সাধারণ লোকাল ট্রেনের কামরার সিটের তুলনায় অত্যন্ত আরামদায়ক। এ ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন ট্রেনের কামরা গুলিতে আঁকা রয়েছে একাধিক দেশাত্মবোধক চিত্র। বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন কার্টুন চরিত্রের চিত্রও রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রোজ নিয়ম করে শুধু একটা লবঙ্গ, ম্যাজিকের মতো কাজ, কী কী ঘটে জানলে চমকে যাবেন নিশ্চিত
রানাঘাট ৫ নম্বর প্লাটফর্ম থেকে এ দিন ট্রেনের উদ্বোধন করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। ট্রেন উদ্বোধনের শেষে সংসদ জগন্নাথ সরকার বলেন, ইস্টার্ন রেলওয়ে এই প্রথম চালু করেছে মুম্বইয়ের পর দ্বিতীয় এই ট্রেন। সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই রানাঘাট স্টেশন থেকে ৭:৪৫ মিনিটে শিয়ালদহগামী এই ট্রেন ছাড়বে।
রানাঘাট-শিয়ালদহ পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন রুট। এই রুটে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। যাত্রীর সংখ্যায় তুলনামূলকভাবে ট্রেন কম থাকায় বাদুড়ঝোলা ভিড় হয় প্রত্যেকটি ট্রেনেই। এ বার তার থেকে রেহাই পেতেই পূর্ব রেল চালু করল লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা।
লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরা মহারাষ্ট্রে থাকলেও পূর্ব রেলে বিশেষ একটা লক্ষ্য করা যায়নি। অর্থ একটু বেশি খরচা হলেও আরামদায়কভাবে এ বার থেকে রানাঘাট থেকে শিয়ালদহ যেতে পারবেন যাত্রীরা। তবে নিত্য যাত্রীরা আশা করছেন শুধু মাতৃভূমি নয়, অন্যান্য সাধারণ ট্রেনের লোকাল কামরাতেও প্রথম শ্রেণির বিশেষ কামরার ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজনীয়।
Mainak Debnath