পুলিশ সূত্রে জানা যায়, মৃতেরা হলেন পথিক লেট (৪৫), কার্তিক লেট, পমি লেট (১৯) ও পমির শিশু কন্যা ইশা লেট (৬)। পথিক লেটের বাড়ি রামপুরহাট থানার জয়রামপুর গ্রামে। তাঁর মেয়ে পমির শ্বশুরবাড়ি মোল্লারপুর থানার মহুলায়।
আরও পড়ুনঃ বাড়ির সামনে খেলছিল কিশোর, আচমকা ঝাঁপিয়ে পড়ল…! চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শেষরক্ষা হল না
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, পথিক নিজের টোটো চালিয়ে এ দিন সন্ধ্যায় মেয়ে ও জামাই-সহ কয়েকজনকে মেয়ের ননদের বাড়ি রামপুরহাট থানার কৌড়বেলা গ্রাম থেকে মহুলায় নিয়ে যাচ্ছিল। মহুলায় ঢোকার পথে বেপরোয়া গতিতে একটি পাথর বোঝাই ট্রাক্টর সোজা ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। টোটোয় যাত্রা করা প্রত্যেকেই জখম হন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ছ’বছরের শিশু কন্যা ইশার মৃত্যু হয়েছে। বাকি তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
আরও পড়ুনঃ হাইটেনশন তারের নিচে অবৈধ নির্মাণ! হঠাৎ বিদ্যুতের ঝটকা, ছিটকে গেলেন শ্রমিক, মুহূর্তে সব শেষ
বৃহস্পতিবার সকালে বর্ধমান মেডিক্যালে পমি লেটের স্বামী কার্তিকের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মৃত মহিলার তিন বছরের শিশু কন্যা ঐশী লেট ও মৃতা মহিলার মা রিনা লেট। পুলিশ সূত্র জানা যায়, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। যদিও চালক পলাতক। তার খোঁজ চলছে।