TRENDING:

Calcutta Highcourt: রামনবমীতে হাওড়ায় জোড়া শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের, মিছিলের গতিপথও বেঁধে দিলেন বিচারপতি

Last Updated:

এই প্রসঙ্গে, আদালতের নির্দেশ আগামী ৬ এপ্রিল অঞ্জনিপুত্র সেনা সকালে সাড়ে আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত মিছিল করতে পারবে। তাঁদের মিছিলের পথও নির্ধারিত করে দেয় আদালত। মূলত, নরসিংহ মন্দির থেকে শুরু হয়ে জিটিরোড ধরে মিছিল শেষ করতে হবে হাওড়া ময়দানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রামনবমী উপলক্ষে হাওড়ায় জোড়া শোভাযাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, একইসঙ্গে বেশ কিছু শর্তও দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেঁধে দিলেন মিছিলের গতিপথও।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এই প্রসঙ্গে, আদালতের নির্দেশ আগামী ৬ এপ্রিল অঞ্জনিপুত্র সেনা সকালে সাড়ে আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত মিছিল করতে পারবে। তাঁদের মিছিলের পথও নির্ধারিত করে দেয় আদালত। মূলত, হাওড়ার নরসিংহ মন্দির থেকে শুরু হয়ে জিটিরোড ধরে মিছিল শেষ করতে হবে হাওড়া ময়দানে।

অন্যদিকে, বিশ্বহিন্দু পরিষদের শোভাযাত্রার সময় বেঁধে দেওয়া হয়েছে বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁরা ওই সময়ের মধ্যে মিছিল করতে পারবে। তাদের ক্ষেত্রেও মিছিলের গতিপথ বেঁধে দিয়েছে আদালত। এই মিছিল শুরু হবে বি ই কলেজের এক নম্বর গেট থেকে তারপর তা জিটি রোড হয়ে রামকৃষ্ণপুর ঘাটে শেষ হবে।

advertisement

আরও পড়ুন: ঝেঁপে আসছে…! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ ১৫ জেলায়, কী হবে শনি-রবি?

এই মিছিলে বেশ কিছু শর্তও আরোপ করেছে আদালত। শোভাযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। শোভাযাত্রায় কোনও লাঠি, অস্ত্র, নেওয়া যাবে না। কোনও ধরনের পতাকাও নেওয়া যাবে না। শুধুমাত্রা প্লাস্টিক বা পিভিসির গদা ব্যবহার করা যেতে পারে।

advertisement

আরও পড়ুন: ছোটো থেকেই নেশা ছবি আঁকার, ছোটবেলার সেই শখই জুগিয়েছে চলার পথে অনুপ্রেরণা

একই সঙ্গে এই শোভাযাত্রার ক্ষেত্রে পুলিশকে সতর্ক থাকতে বলেছে আদালত। মিছিল ব্যারিকেড করে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি। এছাড়াও, মিছিলের সামনে এবং পিছনে নজরদারি গাড়ি রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একই সঙ্গে, এই মিছিলে ৫০০ জন অংশগ্রহণকারীর আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স সেন্ট্রাল ডিভিশন হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনারের কাছে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Calcutta Highcourt: রামনবমীতে হাওড়ায় জোড়া শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের, মিছিলের গতিপথও বেঁধে দিলেন বিচারপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল