ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনরকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। বুধবার সকাল থেকেই বিশেষ পুলিশি নিরাপত্তা চোখে পড়ছে এখানকার এলাকাগুলিতে। বিশেষ করে যে সকল জায়গায় রামনবমীর শোভাযাত্রা বের হওয়ার কথা আছে সেই এলাকাগুলিতে পুলিশের নজরদারি তুঙ্গে উঠেছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চালানো হচূ কড়া নজরদারি। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
advertisement
আরও পড়ুন: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী মাঠে দিনমজুরি করে সংসার চালাচ্ছেন!
লোকসভা নির্বাচনের প্রচার পর্ব চালায় আরো বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। বারাকপুরের প্রতিটি থানা এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি শোভাযাত্রায় নজরদারিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই জায়গাগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের সঙ্গে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে আপাতত থেকে যাওয়া এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেও। এদিন নিউ বারাকপুর থেকে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় তত লোকজন না থাকলেও, দেখা গেল শোভাযাত্রা ঘিরে ব্যপক পুলিশি নজরদারি। ছিলেন ঘোলার এসিপি তনয় চ্যাটার্জি, থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিনের এই রামনবমীর শোভাযাত্রা শেষ হয়। জেলার অন্যান্য প্রান্তেও শোভাযাত্রা ঘিরে বাড়তি নজরদারি চোখে পড়ছে।
রুদ্রনারায়ণ রায়