TRENDING:

Ram Navami 2024: সাবধান! অনেক ওপর থেকে নজর রাখছে পুলিশ, উড়ছে ড্রোন

Last Updated:

Ram Navami 2024: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনরকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। বুধবার সকাল থেকেই বিশেষ পুলিশি নিরাপত্তা চোখে পড়ছে এখানকার এলাকাগুলিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের মাধ্যমেই বুধবার রামনবমী। আর তা নিয়া সর্বত্র সাজো সাজো রব। গত কয়েক বছর ধরেই রামনবমীর শোভাযাত্রা ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে বাংলায়। যদিও এই দৃশ্য অতীতে দেখা যেত না। ফলে এবার ঝুঁকি না নিয়ে সকাল থেকেই ড্রোন উড়িয়ে পথ-ঘাট, অলিতে-গলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ।
ড্রোনে নজরদারি
ড্রোনে নজরদারি
advertisement

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনরকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। বুধবার সকাল থেকেই বিশেষ পুলিশি নিরাপত্তা চোখে পড়ছে এখানকার এলাকাগুলিতে। বিশেষ করে যে সকল জায়গায় রামনবমীর শোভা‌যাত্রা বের হওয়ার কথা আছে সেই এলাকাগুলিতে পুলিশের নজরদারি তুঙ্গে উঠেছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চালানো হচূ কড়া নজরদারি। যাতে কোন‌ওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

advertisement

আর‌ও পড়ুন: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী মাঠে দিনমজুরি করে সংসার চালাচ্ছেন!

লোকসভা নির্বাচনের প্রচার পর্ব চালায় আরো বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। বারাকপুরের প্রতিটি থানা এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি শোভাযাত্রায় নজরদারিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই জায়গাগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের সঙ্গে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে আপাতত থেকে যাওয়া এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেও। এদিন নিউ বারাকপুর থেকে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় তত লোকজন না থাকলেও, দেখা গেল শোভাযাত্রা ঘিরে ব্যপক পুলিশি নজরদারি। ছিলেন ঘোলার এসিপি তনয় চ্যাটার্জি, থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিনের এই রামনবমীর শোভা‌যাত্রা শেষ হয়। জেলার অন্যান্য প্রান্তেও শোভাযাত্রা ঘিরে বাড়তি নজরদারি চোখে পড়ছে।

advertisement

View More

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ram Navami 2024: সাবধান! অনেক ওপর থেকে নজর রাখছে পুলিশ, উড়ছে ড্রোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল