TRENDING:

রাখিবন্ধনের আগে রাজ্য সরকারের বড় ধামাকা...! বানাচ্ছে সাড়ে ৬ লাখ পরিবেশবান্ধব রাখি, কোথায় যাবে জানেন এত রাখি?

Last Updated:

রাখিবন্ধনের আগেই উত্তেজনার পারদ চড়ছে পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী শহর কালনায়। এখানকার দক্ষ রাখি শিল্পীরা এখন রাতদিন এক করে ব্যস্ত রয়েছেন পরিবেশবান্ধব রাখি তৈরিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা: রাখিবন্ধনের আগেই উত্তেজনার পারদ চড়ছে পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী শহর কালনায়। এখানকার দক্ষ রাখি শিল্পীরা এখন রাতদিন এক করে ব্যস্ত রয়েছেন পরিবেশবান্ধব রাখি তৈরিতে। সুতির কাপড় ও পাটের মত প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হচ্ছে এসব বিশেষ রাখি, যার চাহিদা এ বছর পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। ৯ আগস্ট রাখিবন্ধন। হাতে আর মাত্র কয়েকটা দিন। তার মধ্যেই রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের তরফ থেকে ৬ লক্ষ ৬০ হাজার রাখির বিশাল বরাত এসেছে। সরকারি নির্দেশ অনুযায়ী ২ আগস্টের মধ্যেই তা পৌঁছে দিতে হবে রাজ্যের বিভিন্ন জেলায়।
advertisement

ফলে এক মুহূর্তও বিশ্রাম নেই শিল্পীদের, নাওয়া খাওয়ার সময়ও যেন নেই। রাখি শিল্পী তনুশ্রী মজুমদার বলেন, “এই রাখির মজুরি অন্যান্য রাখির তুলনায় বেশি। তাই বছরের পর বছর ধরে আমরা এই সময়টার জন্যই অপেক্ষা করি।” পরিশ্রম বেশি হলেও মজুরি বেশি থাকার কারণে শিল্পীরা স্বাচ্ছন্দ্যে আনন্দের সঙ্গেই করেন রাখি তৈরির কাজ। এই শিল্পে বহুদিন ধরেই কাজ করে চলেছেন কালনার শতাধিক মানুষ।

advertisement

আরও পড়ুন: ম্যানগ্রোভ রোপণ করেই শান্তি…! এমন কিন্তু নয়, বাঁচাতে রয়েছে সুনির্দিষ্ট কৌশল, সময় লাগে কমকরে ২ বছর

২০১৬ সালে গড়ে ওঠে কালনা উইভার্স আর্টিজান ওয়েলফেয়ার সোসাইটি, যার হাত ধরেই শুরু হয় সংগঠিত রাখি শিল্পের এক নতুন অধ্যায়। সেই থেকে রাজ্য সরকারের নিয়মিত বরাত পেয়ে আসছে এই সংস্থা। এ বছর রেকর্ড বরাত পেয়ে স্বভাবতই খুশি সংস্থার সম্পাদক তপন মোদক। এই প্রসঙ্গে তিনি বলেন, “এই বরাত শুধু আমাদের শিল্পীদের মুখে হাসি ফোটায় না, বরং এই শিল্পকে নতুনভাবে বাঁচিয়ে রাখে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রাখি মানে শুধু একটুকরো সুতো নয়, এ যেন ভাইবোনের ভালবাসার সঙ্গে মিশে থাকা এক টুকরো বিশ্বাস। আর সেই বিশ্বাস, ভালবাসাকে সযত্নে গড়ে চলেছেন পূর্ব বর্ধমানের কালনার শিল্পীরা। বর্তমানে দিন রাত এক করে চলছে রাখি তৈরির কাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাখিবন্ধনের আগে রাজ্য সরকারের বড় ধামাকা...! বানাচ্ছে সাড়ে ৬ লাখ পরিবেশবান্ধব রাখি, কোথায় যাবে জানেন এত রাখি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল