আমরা সবাই জানি বিদ্যালয় শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়, বরং তার থেকে অনেক বেশি কিছু। আসন্ন রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা ফেলে দেওয়া বিভিন্ন পরিবেশবান্ধব সরঞ্জাম দিয়ে তৈরি করছে রং-বেরঙের রাখি। যা তারা বিদ্যালয়ের বন্ধুদের একে অপরকে পরিয়ে দেওয়ার পাশাপাশি অন্যান্য প্রিয়জনের হাতে বেঁধে দেবে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক এলাকায় সরকারি বিদ্যালয়ের এই আয়োজন সত্যিই অবাক করার মত।
advertisement
আরও পড়ুন: ছোট থেকে আজও এই নেশায় বুঁদ, অবসরপ্রাপ্ত শিক্ষকের কাণ্ড শুনলে চমকে উঠবেন
এই ডিজিটাল যুগে বিভিন্ন হস্তশিল্প হারিয়ে যেতে বসেছে। কচিকাঁচাদের মধ্যে চোখে পড়ছে সৃজনশীলতার অভাব। তাই তাদের মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয়েছে রাখি তৈরির কর্মশালা। যেখানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং স্কুলের সংগ্রহ করা বিভিন্ন ফলের বীজ ও রঙিন কাগজ এবং উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি কচিকাঁচাদের হাতে-কলমে শিক্ষা দিতেই মূলত এই আয়োজন।
রাখিবন্ধন উৎসবে প্রতিটি ছাত্র-ছাত্রী একে অপরের হাতে এই রাখি বেঁধে দেবে। তবে এর উপাদান পরিবেশের কোনও ক্ষতি করবে না। তাই বিদ্যালয়ের এই অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
রঞ্জন চন্দ