বর্তমান সময়ে পরিবেশ রক্ষার দায়িত্ব সমস্ত মানুষের। তাই নতুন প্রজন্মর পরিবেশ রক্ষায় আগ্রহী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় সরকারি, বেসরকারিভাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসনীয়। উলুবেড়িয়া বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সারা বছর বিভিন্ন কর্মসূচি হয়।
এবছর রাখি উৎসবে প্রাকৃতিক উপাদান দিয়ে রাখি তৈরি শেখান হল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রী নিজেরাই স্কুলের বাগান থেকে পাতা সংগ্রহ করল, লাল-হলুদ-সাদা বিভিন্ন রঙের ফুল তুলে রাখি তৈরিতে মেতে উঠল।
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, উলুবেড়িয়া বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় প্রতিনিয়ত পরিবেশ রক্ষার বার্তা এবং পরিবেশ রক্ষায় হাতে-কলমে কর্মসূচির আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে রাখি উৎসবে প্রকৃতির উপাদান ব্যবহার করে রাখি তৈরি শেখানো হল ছাত্র-ছাত্রীদের।