TRENDING:

Rakhi: এ'বছর অন্যরকমভাবে রাখি উৎসব পালন করল উলুবেড়িয়ার স্কুলের পড়ুয়ারা

Last Updated:

রাখি উৎসবের আগে থেকেই পাতা, ফুল দিয়ে রাখি তৈরি শিখল বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উলুবেড়িয়া, হাওড়া, রাকেশ মাইতি: এ’বছর একেবারে অন্যরকমভাবে রাখি উৎসবে মাতল  উলুবেড়িয়ার ‘বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়’-এর ছাত্র-ছাত্রীরা। স্কুলে শিখল গাছের সবুজ পাতা, ফুল, ধান এবং রঙিন কাগজ দিয়ে রাখি তৈরি। রাখি উৎসবের আগে স্কুলের বাগানের বাহারি গাছের পাতা, ফুলের পাপড়ি এবং ধান দিয়ে রাখি তৈরি শিখল ছাত্রছাত্রীরা। নিজেদদের হাতে পরিবেশবান্ধব রাখি তৈরি করে খুশি পড়ুয়ারা।
advertisement

বর্তমান সময়ে পরিবেশ রক্ষার দায়িত্ব সমস্ত মানুষের। তাই নতুন প্রজন্মর পরিবেশ রক্ষায় আগ্রহী  করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় সরকারি, বেসরকারিভাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসনীয়। উলুবেড়িয়া বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সারা বছর বিভিন্ন কর্মসূচি হয়।

এবছর রাখি উৎসবে প্রাকৃতিক উপাদান দিয়ে রাখি তৈরি শেখান হল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রী নিজেরাই স্কুলের বাগান থেকে পাতা সংগ্রহ করল, লাল-হলুদ-সাদা বিভিন্ন রঙের ফুল তুলে রাখি তৈরিতে মেতে উঠল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, উলুবেড়িয়া বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় প্রতিনিয়ত পরিবেশ রক্ষার বার্তা এবং পরিবেশ রক্ষায় হাতে-কলমে কর্মসূচির আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে রাখি উৎসবে প্রকৃতির উপাদান ব্যবহার করে রাখি তৈরি শেখানো হল ছাত্র-ছাত্রীদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rakhi: এ'বছর অন্যরকমভাবে রাখি উৎসব পালন করল উলুবেড়িয়ার স্কুলের পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল